কোতুলপুর, 14 জুন : কোতুলপুরে জোড়া মৃতদেহ উদ্ধার । গাছে ঝুলন্ত অবস্থায় ছিল মৃতদেহ দুটি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কোতুলপুর থানার পুলিশ৷ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা ৷
কোতুলপুরে গলায় দড়ি ব্যক্তি-যুবতির, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ? - Dead bodies of a couple recovered at Kotulpur in Bankura
আজ সকালে চূড়ামণিপুর গ্রামের রাস্তার ধারে একটি গাছের গোড়ায় ঝুলন্ত অবস্থায় এই দুটি মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ । পুলিশ এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।
স্থানীয় সূত্রে খবর, মৃত দুজনের নাম সুজয় মালিক(37) এবং সেলিমা খাতুন(21) । নতুন গ্রামের বাসিন্দা সুজয় দিনমজুরের কাজ করতেন৷ বাড়িতে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে । অন্যদিকে পাটপুর গ্রামের বাসিন্দা সেলিমার মুর্শিদাবাদে নিকাহ হয়েছিল ৷ মাস তিনেক সংসার করার পর বাপের বাড়ি ফিরে আসেন ৷ এরপর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যায় তাঁরা । প্রায় তিন মাস আগেই নীলিমা ও সুজয় বাড়ি থেকে পালিয়ে যান । পরে আবার সুজয়ের বাড়িতে ফিরে আসেন দুজনে । তাঁদের সম্পর্ক দুপক্ষের পরিবারই মেনে নেয়নি ৷
আজ সকালে চূড়ামণিপুর গ্রামের রাস্তার ধারে একটি গাছের গোড়ায় ঝুলন্ত অবস্থায় এই দুজনের মৃতদেহগুলো দেখতে পান এলাকার মানুষ। খবর দেওয়া হয় কোতুলপুর থানায়। ঘটনাস্থানে পুলিশ এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায় । অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করে তদন্তে নেমেছে কোতুলপুর থানার পুলিশ ।