পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Couple Bodies Found : প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায় - বাঁকুড়ার সারেঙ্গার শ্মশানকালী মন্দির

বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার সারেঙ্গার শ্মশানকালী মন্দির লাগোয়া জঙ্গলের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুগলের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা (couple bodies found at Sarenga forest) । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মৃত যুবকের বাড়ির লোকজন পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। প্রেমিক পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের দু'জনকেই ৷

bankura news
ঝুলন্ত দেহ উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায়

By

Published : Jun 2, 2022, 10:39 PM IST

Updated : Jun 2, 2022, 11:07 PM IST

বাঁকুড়া, 2 জুন :যুগলের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায় (couple bodies found at Sarenga forest )। সারেঙ্গার একটি জঙ্গলের গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷ তাঁদের ওই অবস্থায় প্রথমে দেখতে পান স্থানীয় কিছু লোকজন ৷ এটি নিছকই আত্মহত্যা না-কি কেউ খুন করে টাঙিয়ে দিয়েছে তার তদন্তে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার সারেঙ্গা থানার গড়গড়িয়া গ্রামের বাসিন্দা ওই যুবক ৷ যুবকের নাম বুবুন সোম ৷ ওই যুবকের সঙ্গে স্থানীয় হাঁসাবেড়া গ্রামের বাসিন্দা বৃষ্টি নন্দীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃষ্টি অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রী ৷ গতকাল দু'জনে আচমকাই নিখোঁজ হয়ে যান। এদিন সকালে দু'জনেরই ঝুলন্ত দেহ সারেঙ্গা শ্মাশান কালী মন্দির লাগোয়া জঙ্গলের একটি গাছের ডালে দেখতে পান স্থানীয়রা।

প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন :স্বামীকে রাস্তায় জুতো পেটা ! বাধা পেয়ে 'রণমূর্তি' স্ত্রী, ভাইরাল ভিডিয়ো

পুলিশ যুগলের দেহ উদ্ধার করতে গেলে মৃত বুবুন সোমের পরিবারের লোকজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বুবুন সোমের পরিবারের দাবি, বৃষ্টির পরিবারের লোকজন এর আগেও বুবুনের উপর চড়াও হয়ে মারধর করেছেন। এবার দু'জনকে পরিকল্পিতভাবে খুন করেছে বৃষ্টির পরিবারের লোকেরা। গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বুবুনের পরিবারের লোকজন। অন্যদিকে, বৃষ্টির পরিবারের তরফ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

Last Updated : Jun 2, 2022, 11:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details