বাঁকুড়া, 2 জুন :যুগলের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায় (couple bodies found at Sarenga forest )। সারেঙ্গার একটি জঙ্গলের গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷ তাঁদের ওই অবস্থায় প্রথমে দেখতে পান স্থানীয় কিছু লোকজন ৷ এটি নিছকই আত্মহত্যা না-কি কেউ খুন করে টাঙিয়ে দিয়েছে তার তদন্তে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার সারেঙ্গা থানার গড়গড়িয়া গ্রামের বাসিন্দা ওই যুবক ৷ যুবকের নাম বুবুন সোম ৷ ওই যুবকের সঙ্গে স্থানীয় হাঁসাবেড়া গ্রামের বাসিন্দা বৃষ্টি নন্দীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃষ্টি অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রী ৷ গতকাল দু'জনে আচমকাই নিখোঁজ হয়ে যান। এদিন সকালে দু'জনেরই ঝুলন্ত দেহ সারেঙ্গা শ্মাশান কালী মন্দির লাগোয়া জঙ্গলের একটি গাছের ডালে দেখতে পান স্থানীয়রা।