বাঁকুড়া, 15 এপ্রিল: কোরোনা উপসর্গ নিয়ে মৃত দুই ব্যক্তির দেহ সৎকার করতে বাঁকুড়ার একটি শ্মশান ঘাটে নিয়ে যায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা । তখনই স্থানীয়দের সঙ্গে পুলিশের বিতর্ক বাধে । উত্তেজনা বাড়লে সামান্য লাঠিচার্জ করে পুলিশ ।
গতরাতে বাঁকুড়ার একটি শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লিতে পোড়ানো হয় জ্বর ও শ্বাসকষ্টে মৃত দুই প্রৌঢ়ের দেহ । বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে বিষ্ণুপুরের ওই দুই প্রৌঢ়ের মৃত্যু হয়। গতকাল তাঁদের মৃতদেহ শ্মশানে আনা হয় রাত 11টা নাগাদ । সঙ্গে দমকল ও পুলিশও আসে । খবর পেয়ে কয়েজন এলাকাবাসী আসেন । মৃতদেহ সৎকারে বাধা দেন । অভিযোগ, কোরোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ওই দুইজনের । সেই কারণেই তড়িঘড়ি সৎকার করে দেওয়া হচ্ছে দেহ । প্রশাসনের আধিকারিকরা এই ঘটনার সঙ্গে জড়িত । কোনওরকম সুরক্ষা ব্যবস্থা না নিয়েই একাধিকবার এইভাবে দেহ সৎকার করে দেওয়া হচ্ছে ।