বাঁকুড়া, 16 নভেম্বর: নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে আরও একবার বিজেপির (BJP) বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতে গেলেন তদন্তকারীরা ৷ কল্যাণীর এইমসে নিয়োগ ঘিরে যে দুর্নীতির (Kalyani AIIMS Recruitment Scam) অভিযোগ উঠেছে, তারই তদন্তে বুধবার তদন্তকারীরা বাঁকুড়ার বিধায়কের বাড়িতে যান ৷ এই ঘটনার তদন্ত করছে সিআইডি (CID) ৷ এর আগেও সিআইডি আধিকারিকরা ওই বিজেপির বিধায়কের বাড়িতে তদন্তের জন্য গিয়েছিলেন ৷
এদিন প্রায় ঘণ্টাখানেক সেখানে ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ তাঁরা অবশ্য এই নিয়ে কোনও কিছুই বলতে চাননি ৷ তবে জানা গিয়েছে যে নীলাদ্রিশেখরের মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করতেই সেখানে যান সিআইডির চারজন গোয়েন্দা ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, কল্যাণীর এইমসে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে কয়েকমাস আগে ৷ অভিযোগ, বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (BJP MLA Niladri Sekhar Dana) প্রভাব খাটিয়ে নিজের মেয়ে মৈত্রীকে এইমসে চাকরি পাইয়ে দিয়েছিলেন ৷ সেই নিয়ে এর আগে একাধিকবার সিআইডির গোয়েন্দা দানার বাড়িতে গিয়েছিলেন ৷
এদিন মৈত্রী দানার আইনজীবী শুভাশিস দে বলেন, ‘‘ঠিক কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমি জানি না । তবে আমার মক্কেল জানিয়েছেন- তাঁর বাবাকে ভবানী ভবনে সিআইডি-র তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তিনি যা উত্তর দিয়েছিলেন, তা 'ক্রস চেক' করতেই এদিন ফের সিআইডি-র প্রতিনিধি দলটির বাঁকুড়ায় আসা ।’’