কলকাতা, 26 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত রাজ্য। এবার তার মধ্যেই এসে পড়েছে আরও এক নতুন রোগ ব্ল্যাক ফাংগাস। এবার দক্ষিণবঙ্গের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্র বাঁকুড়া সন্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মুকুটে আরও একটি পালক যোগ হল। রাজ্য স্বাস্থ্য দফতর ব্ল্যাক ফাংগাসের চিকিৎসার জন্য তিনটি মেডিক্যাল কলেজকে রিজিওন্যাল দফতর করার নির্দেশ দিয়েছে। তার মধ্যে অন্যতম বাঁকুড়া সন্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বাঁকুড়া সন্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম প্রধান এই খবর জানিয়ে বলেন, এখানে তাঁদের যা পরিকাঠামো আছে তাতে এই রোগে আক্রান্ত যে যেখান থেকেই আসুন না কেন তাঁরা চিকিৎসা পরিষেবা পাবেন।
ইতিমধ্যেই 11 জন সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। তাঁদের তত্ত্বাবধানে এই রোগের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা হবে। একই সঙ্গে যে তিনজন রোগী ভর্তি আছেন তাঁদের সরকারি নির্দেশিকা মেনে চিকিৎসা চলছে ।