বাঁকুড়া, 2 সেপ্টেম্বর : দ্বিতীয়বার বিয়ে এবং সেই সংক্রান্ত দায়ের হওয়া মামলায় বাঁকুড়া জেলা আদালতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক ৷ তবে সংশ্লিষ্ট মামলায় আত্মসমর্পণ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিল বাঁকুড়া জেলা আদালত ৷ বিধায়ক এবং সাংসদদের বিশেষ কোর্ট রয়েছে বারাসতে ৷ পরবর্তী যাবতীয় আইনি প্রক্রিয়া সেখানেই হবে ৷ এদিন এই স্থগিতাদেশ দেওয়া ছাড়া বাঁকুড়া জেলা আদালতে আর কোনও কাজ এগোয়নি ৷
বেশ কিছুদিন আগে বিধায়ক চন্দনা বাউরির দ্বিতীয় বিবাহ নিয়ে শোরগোল পড়ে যায় জেলাজুড়ে । তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর সঙ্গে তাঁর দ্বিতীয়বার বিয়ের অভিযোগে কৃষ্ণ কুন্ডুর স্ত্রী চন্দনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । গত 19 অগস্ট চন্দনার এই দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে আসে । এরপরই কৃষ্ণের স্ত্রী রুম্পা কুণ্ডু চন্দনার বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেন । সেই মামলাতেই এদিন আদালতে আত্মসমর্পণ করেছেন চন্দনা ৷