পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় BJP

BJP-ই তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে, এই অভিযোগ আনল তৃণমূল ৷ বাঁকুড়ার পাত্রসায়রের নারায়ণপুরে ছড়াল উত্তেজনা ৷

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় BJP

By

Published : Oct 21, 2019, 4:52 AM IST

Updated : Oct 21, 2019, 1:08 PM IST

বাঁকুড়া, 21 অক্টোবর : তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে বাঁকুড়ার পাত্রসায়রে ছড়াল উত্তেজনা ৷ শুক্রবার রাতে পাত্রসায়র থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কার্যালয় ভাঙচুর করে BJP আশ্রিত দুষ্কৃতীরা, তৃণমূলের তরফে অভিযোগ এমনটাই ৷

পাত্রসায়র ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, ''শুধু নারায়ণপুর নয় গোটা পশ্চিমবঙ্গেই সন্ত্রাস চালাচ্ছে BJP, সেই মতোই সুপরিকল্পিত ভাবে কিছু BJP আশ্রিত দুষ্কৃতীকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে ৷ আমরা তীব্র ধিক্কার জানাই এই ঘটনার ৷ আমরা আইনের পথ নেব৷ আমরা মৌখিকভাবে থানায় জানিয়েছি ৷ এরপর আমরা লিখিত অভিযোগ করব ।''

দেখুন ভিডিয়ো

BJP এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ৷ নারায়ণপুর অঞ্চলের BJP সভাপতি দেবু দিগারের দাবি, ''তৃণমূল যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ কখনওই করতে পারে না ৷ '' তাঁর কথায়, নারায়ণপুরের তৃণমূল সভাপতিকে গতকাল দল থেকে বহিষ্কার করা হয় ৷ তার ফলে নারায়ণপুরে তৃণমূলের দুটো গোষ্ঠী হয়েছে ৷ একটা নতুন সভাপতির পক্ষে, অন্যটি পুরোনো সভাপতির পক্ষে, অর্থাৎ একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই ভাঙচুর চলেছে ৷

Last Updated : Oct 21, 2019, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details