পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নল থেকে পড়ে না জল, চরম সমস্যায় বাঁকুড়ার গ্রাম

গ্রামের নলকূপ ও পাতকুয়ো থাকলেও সেই জলে পান করা বা রান্নার কাজে ব্যবহার করা যায় না ৷ তাই নির্ভর হতে হয় টাইম কলের জলের উপর ।

bengal election 2021 water crisis at patalkhuri village in bankura
bengal election 2021 water crisis at patalkhuri village in bankura

By

Published : Apr 14, 2021, 9:18 PM IST

বাঁকুড়া, 14 এপ্রিল : গ্রামে নয় নয় করে 12 খানা টাইম কল ৷ তার সামনে সারি সারি খালি হাঁড়ি, কলসি, বালতি ৷ তবে বালতি, কলসি রাখাই সার ৷ তীর্থের কাকের মতো সারাদিন অপেক্ষার পরও নল থেকে এক ফোঁটা জল পড়ে না ৷ এ ছবি বাঁকুড়ার এক নম্বর ব্লকের পাতালখুরী গ্রামের । দেড় মাস ধরে গ্রামের টাইম কলে জল সরবরাহ বন্ধ ৷ ফলে ব্যপক সমস্যায় পড়েছে গ্রামের মানুষজন ৷

গ্রামের নলকূপ ও পাতকুয়ো থাকলেও সেই জলে পান করা বা রান্নার কাজে ব্যবহার করা যায় না ৷ তাই নির্ভর হতে হয় টাইম কলের জলের উপর । বাঁকুড়া এক নম্বর ব্লকের পাতালখুরী গ্রামে আড়াইশো ঘরের জনবসতির বাস । গ্রামে রয়েছে 12টি টাইম কল । কিন্তু গত দেড় মাস যাবৎ কল থেকে পড়ছে না জল । পাইপলাইনের সাহায্যে বাড়ি বাড়ি জল দেওয়া হবে, এই প্রতিশ্রুতি শাসক দলের বিগত পাঁচ বছরের কর্মসূচি । এই প্রতিশ্রুতিকে সামনে রেখে বারবার ভোট চেয়েছেন রাজনৈতিক নেতারা । কিন্তু সেই কর্মসূচি পাতালখুরী গ্রামে মুখ থুবড়ে পড়েছে । সকাল সকাল গ্রাম থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে নন্দীগ্রাম, জেঠিয়া, ভাগাবাঁধ পুয়াবাগান সহ বিভিন্ন গ্রামের জল আনতে যেতে হয় ৷

নল থেকে পড়ে না জল, চরম সমস্যায় বাঁকুড়ার গ্রাম

আরও পড়ুন : দল-নেত্রীর মঙ্গলকামনায় সায়ন্তিকা, আবেগে মাতল বাঁকুড়া

এই সমস্যা নিয়ে রাজনৈতিক নেতারা একে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত । স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘোরতর অভিযোগ এনেছেন শাসকদলের বিরুদ্ধে । তাদের দাবি গত লোকসভা নির্বাচনে পর থেকেই পাতালখুরী গ্রামে তাদের সংগঠন মজবুত করেছে বিজেপি । এবার বিধানসভা নির্বাচনে অধিকাংশ মানুষই বিজেপির হয়ে পদ্মফুলে ছাপ দিয়েছেন । আর সেই কারণেই প্রতিহিংসাপরায়ণতা এই গ্রামের মানুষ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত ।

স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান এই সমস্যার কথা শোনেনি বলে জানিয়েছেন ৷ লিখিত আকারে সমস্যার কথা পঞ্চায়েতে জানানো হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান । কিন্তু সেই আশ্বাসে গ্রামবাসীরদের তৃষ্ণা মেটে কি না সেটাই এখন কোটি টাকার প্রশ্ন ।

ABOUT THE AUTHOR

...view details