বাঁকুড়া, 14 এপ্রিল : গ্রামে নয় নয় করে 12 খানা টাইম কল ৷ তার সামনে সারি সারি খালি হাঁড়ি, কলসি, বালতি ৷ তবে বালতি, কলসি রাখাই সার ৷ তীর্থের কাকের মতো সারাদিন অপেক্ষার পরও নল থেকে এক ফোঁটা জল পড়ে না ৷ এ ছবি বাঁকুড়ার এক নম্বর ব্লকের পাতালখুরী গ্রামের । দেড় মাস ধরে গ্রামের টাইম কলে জল সরবরাহ বন্ধ ৷ ফলে ব্যপক সমস্যায় পড়েছে গ্রামের মানুষজন ৷
গ্রামের নলকূপ ও পাতকুয়ো থাকলেও সেই জলে পান করা বা রান্নার কাজে ব্যবহার করা যায় না ৷ তাই নির্ভর হতে হয় টাইম কলের জলের উপর । বাঁকুড়া এক নম্বর ব্লকের পাতালখুরী গ্রামে আড়াইশো ঘরের জনবসতির বাস । গ্রামে রয়েছে 12টি টাইম কল । কিন্তু গত দেড় মাস যাবৎ কল থেকে পড়ছে না জল । পাইপলাইনের সাহায্যে বাড়ি বাড়ি জল দেওয়া হবে, এই প্রতিশ্রুতি শাসক দলের বিগত পাঁচ বছরের কর্মসূচি । এই প্রতিশ্রুতিকে সামনে রেখে বারবার ভোট চেয়েছেন রাজনৈতিক নেতারা । কিন্তু সেই কর্মসূচি পাতালখুরী গ্রামে মুখ থুবড়ে পড়েছে । সকাল সকাল গ্রাম থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে নন্দীগ্রাম, জেঠিয়া, ভাগাবাঁধ পুয়াবাগান সহ বিভিন্ন গ্রামের জল আনতে যেতে হয় ৷