পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইভিএম বিকল হলেও চেঞ্জ করা হচ্ছে না, অভিযোগ সায়ন্তিকার

সায়ন্তিকার অভিযোগ, দু‘টি বুথে ইভিএম বিকল ৷ এ ব্যাপারে বারবার নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি ৷ সেখানে আরও দু‘টি ইভিএম থাকলেও চেঞ্জ করে দেওয়া হচ্ছে না ৷

bankura
ক্য়ামেরার সামনে অভিযোগ সায়ন্তিকার

By

Published : Apr 1, 2021, 9:50 AM IST

বাঁকুড়া, 1 এপ্রিল : দুটি বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ তুললেন বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের 115 এবং 119 নম্বর বুথে এই ইভিএম বিকল ঘটনা ঘটে ৷

সায়ন্তিকার অভিযোগ

আরও পড়ুন- কেশপুরে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

আজ সকালে ভোটগ্রহণের শুরুতেই দেখা যায় ওই দু‘টি বুথের ইভইএম খারাপ ৷ সায়ন্তিকার অভিযোগ, বারবার নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি ৷ সেখানে আরও দু‘টি ইভিএম থাকলেও চেঞ্জ করে দেওয়া হচ্ছে না ৷

এবিষয়ে সায়ন্তিকা জানিয়েছেন, পুরো বিষয়টি বিজেপির চক্রান্ত ৷ কারণ ওই দুটি বুথ তৃণমূলের শক্ত ঘাঁটি ৷ সেকারণে ইচ্ছা করেই ওই দুটি বুথের ইভিএম খারাপ করে দেওয়া হয়েছে ৷ অনেক ভোটার ভোট দিতে না পেরে ফিরে গেছেন বলে অভিযোগ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details