পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় প্রচারে মোদির মুখে আদিবাসীদের সঙ্গে রামের সখ্যতা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বাঁকুড়ায় নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সভায় তিনি টেনে আনেন ভগবান রামের প্রসঙ্গ ৷ আদিবাসীদের সঙ্গে বনবাসের সময় রামের সখ্যতার উদাহরণ দেন তিনি ৷

বনবাসে রামের সঙ্গে আদিবাসীদের সখ্যতা ছিল, বাঁকুড়ায় দাবি মোদির
বনবাসে রামের সঙ্গে আদিবাসীদের সখ্যতা ছিল, বাঁকুড়ায় দাবি মোদির

By

Published : Mar 21, 2021, 8:35 PM IST

বাঁকুড়া, 21 মার্চ : কয়েকদিন আগে পুরুলিয়ায় দলের হয়ে নির্বাচনী প্রচারে আসেন নরেন্দ্র মোদি ৷ তখন পশ্চিমবঙ্গের এই প্রান্তিক জেলার সঙ্গে রামের যোগসূত্র বাঁধার চেষ্টা করেছিলেন তিনি ৷ তার পর আবার রবিবার বাঁকুড়ায় নির্বাচনী সভা করতে এসে এবার জেলার বাসিন্দাদের সঙ্গে রামের যোগসূত্র তৈরি করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী ৷

এদিন বাঁকুড়ার সভা থেকে নরেন্দ্র মোদি ব্যাখ্যা করেন ভগবান রামের বনবাসের সময়কার কথা ৷ তখন বনের বাসিন্দাদের সঙ্গে রামের সখ্যতার কথাও তুলে ধরেন তিনি ৷ কীভাবে বনবাসীরা ভগবান রামকে সেই সময় সহায়তা করেছিল, তারও ব্যাখ্যা দেন মোদি ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এখানে বনবাসী বলতে আসলে মোদি আদিবাসীদের কথা বলতে চেয়েছেন ৷ আদিবাসীদের সঙ্গে ভগবান রামের যোগসূত্র তৈরি করতে চেয়েছেন তিনি ৷ আর সূত্র ধরে বাঁকুড়াবাসীর মন জয় করতে চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন :বাংলার উন্নয়নকে লাথি মারতে দেব না : মোদি

এটাকে বিজেপির নির্বাচনী কৌশলের একটি অংশ হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ কারণ, বাঁকুড়া জেলার বড় অংশ জুড়ে থাকেন আদিবাসীরা ৷ তাই তাঁদের মন জয় করতে পারলে এই জেলার 9টি আসনে জয় অনেকটাই সুনিশ্চিত করা যাবে ৷ আর তাছাড়া বিজেপির বরাবর রামের নামে ভোট চায় ৷ তাই এখানেও আদিবাসীদের সঙ্গে ভগবান রামের যোগসূত্র তৈরি করেছেন প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details