পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তা খারাপ, প্রার্থীকে গোরুর গাড়িতে চড়িয়ে গ্রাম ঘোরালেন বিজেপি কর্মীরা

রাস্তার বেহাল দশাকে তুলে ধরতে গোরুর গাড়িতে চড়েই গ্রাম ঘুরলেন ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ শাখা ৷

গোরুর গাড়িতে অমরনাথ শাখা
গোরুর গাড়িতে অমরনাথ শাখা

By

Published : Mar 20, 2021, 10:40 PM IST

বাঁকুড়া, 20 মার্চ : গ্রামের রাস্তা বেহাল । বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও রাস্তার হাল বদলায়নি । গ্রামের সেই কাঁচা রাস্তায় সর্বত্র হুড খোলা গাড়িতে করে প্রার্থীর পৌঁছানো সম্ভব নয় । তাই ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ শাখা আজ প্রচারে গেলে তাঁকে গোরুর গাড়িতে চাপিয়ে প্রচার সারলেন মসিনা গ্রামের দলীয় কর্মী সমর্থকরা ।

ওন্দা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাস্তা পাকা হলেও বহু আবেদন নিবেদনেও কল্যানী থেকে মসিনা গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তাটি পাকা হয়নি । বর্ষা এলেই এই রাস্তায় যাতায়াত হয়ে পড়ে দুঃসাধ্য ।গ্রামের একাংশে ঢালাই রাস্তা হলেও এখনো অধিকাংশ রাস্তা কাঁচা ও বেহাল । রাস্তার এই বেহাল দশাকে তুলে ধরে প্রচারে ঝড় তুলতে আজ বাঁকুড়ার মসিনা গ্রামে গোরুর গাড়িতে ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখাকে চাপিয়ে গোটা গ্রাম প্রচার চালান বিজেপি কর্মীরা । তবে গোরু নয়, প্রার্থীর গাড়ি টানতে এগিয়ে আসেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরাই ।

জিপ ছেড়ে গোরুর গাড়িতে উঠে প্রচারে অমরনাথ শাখা

আরও পড়ুন : ইস্তাহারে কি তৃণমূলকে টেক্কা দিতে পারবে বিজেপি ?

একদিকে বেহাল রাস্তার প্রতিবাদ অন্যদিকে অভিনব প্রচারে মানুষের চোখ টানতেই স্থানীয় বিজেপি কর্মীদের এমন উদ্যোগ দাবি বিজেপি প্রার্থী অমরনাথ শাখার । বিজেপির এই প্রচারকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । তৃনমূলের কটাক্ষ ভোটের পর বিজেপির ওই প্রার্থীকে গোরুর গাড়ি নিয়ে মাঠে চাষ করতে যেতে হবে । তাই এখন থেকে অভ্যাস করে রাখছেন তিনি । রাস্তা প্রসঙ্গে তৃণমূলের দাবি ওই রাস্তা ইতিমধ্যেই পাকা করার টেন্ডার হয়ে গিয়েছে । নির্বাচনের জন্য কাজ শুরু করা যায়নি । নির্বাচনের পরেই কাজ শুরু হবে ।

ABOUT THE AUTHOR

...view details