বাঁকুড়া, 28 মে : করোনা পরিস্থিতিতে রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এল বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ ৷ এমনিতেই রাজ্যজুড়ে হাহাকার রক্তের ৷ এক ইউনিট রক্তের জন্য মানুষকে অপেক্ষা করতে হয় হাসপাতালে ৷ তার ওপর দোসর এই করোনা । এই অবস্থায় রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলি রক্তশুন্য অবস্থায় ৷ ফলে অসুবিধেয় পড়তে হচ্ছে থ্যালাসেমিয়া রোগী সহ অন্যান্য রোগীদের । তাই আজ রক্তের ঘাটতি কিছুটা মেটাতে এগিয়ে এল বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ ।
দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজ রক্তদান শিবিরের সূচনা করেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী । পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপবাবু বলেন, "রক্তের যাতে স্বাভাবিক যোগান থাকে তার জন্য ছাত্র-যুবদের এই উদ্যোগকে একজন বিধায়ক হিসেবে সাধুবাদ জানাই ।"