পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিত শাহের মাল্যদানের পর বীরসা মুন্ডার মূর্তি-চত্বর ধোয়া হল দুধ-গঙ্গা জলে - অমিত শাহ

অমিত শাহ আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছেন ৷ তিনি যে মূর্তিতে মাল্য়দান করেছেন, তা আদৌ বীরসা মুন্ডার মূর্তি নয় ৷ BJP বীরসা মুন্ডাকে চেনে না ৷ অভিযোগ, BJP বাঁকুড়ার আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছে৷

amit_shah_insulting_birsa_munda_accused_by_tmc
বিরসা মুন্ডাকে অপমান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অভিযোগ তৃণমূলের

By

Published : Nov 6, 2020, 4:12 PM IST

Updated : Nov 6, 2020, 5:05 PM IST

বাঁকুড়া, 6 নভেম্বর : সম্মান জানানোর নামে বীরসা মুন্ডাকে অপমান করেছেন অমিত শাহ ৷ এই অভিযোগে শুক্রবার বাঁকুড়ার পুয়াবাগানে 60 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমূল নেতৃত্ব । দুধ ও গঙ্গা জল দিয়ে ওই স্থান ধোয়া হয় ৷ তাদের দাবি, অমিত শাহ যে প্রতিকৃতিতে মালা দিয়েছেন, সেটি আদতে বীরসা মুন্ডার মূর্তিই নয় ৷

এনিয়ে বাঁকুড়ার তৃণমূল সভাপতি অধ্য়াপক শ্য়ামল সাঁতরা বলেন, অমিত শাহ আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছেন ৷ তিনি যে মূর্তিতে মাল্য়দান করেছেন, তা আদৌ বীরসা মুন্ডার মূর্তি নয় ৷ BJP বীরসা মুন্ডাকে চেনে না ৷ অভিযোগ, BJP বাঁকুড়ার আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছে ৷ এর প্রতিবাদে আদিবাসী সমাজ জেলার পাশাপাশি রাজ্য়জুড়ে লাগাতার আন্দোলন করবে ৷

বীরসা মুন্ডার মূর্তি-চত্বর ধোয়া হল দুধ-গঙ্গা জলে

এদিন আদিবাসীদের নিয়ে তৃণমূল ধামসা-মাদল বাজিয়ে সেখানে শুদ্ধিকরণ কর্মসূচি নেয় ৷ যার নেতৃত্বে ছিলেন শ্য়ামল সাঁতরা ৷

Last Updated : Nov 6, 2020, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details