বাঁকুড়া, 22 অগাস্ট : বিধানসভা ভোটকে পাখির চোখ করে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এবার জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরার উপস্থিতিতে জয়পুরের গেলিয়া অঞ্চলের প্রায় একশো BJP ও CPI(M) কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন । যদিও BJP-র দাবি, নিজেদের লোক নিয়েই অভিনয় করছে তৃণমূল ।
জয়পুরে CPI(M)ও BJP ছেড়ে প্রায় 100 জন তৃণমূলে
প্রায় একশো BJP ও CPI(M) কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন । যদিও BJP-র দাবি, নিজেদের লোক নিয়েই অভিনয় করছে তৃণমূল ।
গত নির্বাচনে বাঁকুড়ার দু'টি লোকসভা আসন দখল করে BJP । এরপর থেকে তৃণমূলের জেলা নেতৃত্বে রদবদল হয়েছে একাধিকবার । সম্প্রতি জেলার নতুন সভাপতি করা হয়েছে দলের বিধায়ক তথা মন্ত্রী শ্যামল সাঁতরা-কে । জেলার দায়িত্ব পাওয়ার পর 2021 -এর নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন তিনি । তাঁর নিজের নির্বাচনী কেন্দ্র কোতুলপুরে ভালো ফল করেছিল BJP । এই অবস্থায় জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলির মতোই জয়পুর, কোতুলপুর এলাকায় তৃণমূলের জমি শক্ত করার চেষ্টা করছেন শ্যামল সাঁতরা । তাঁর মতে, “বর্তমান কোরোনা পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছে না BJP । এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ওঁদের আকৃষ্ট করেছে । তাই অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মানুষ ।”
এ'বিষয়ে জেলা BJP সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, “জয়পুর-কোতুলপুর এলাকায় তৃণমূলের অবস্থা খুবই খারাপ । মানুষ ওদের সঙ্গে নেই । তাই দলের লোকেদেরই BJP কর্মী সাজিয়ে যোগদানের অভিনয় করছে তৃণমূল । ওই এলাকায় আমাদের কেউ তৃণমূলে যোগ দিয়েছেন, এমন কোনও খবর নেই ।”