বাঁকুড়া, 8 মার্চ: আগামী 14 মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা । তার আগেই বাড়িতে আগুন ৷ আর তাতেই পুড়ে ছাঁই এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে থাকা অ্যাডমিট কার্ড-সহ বইপত্র (Admit card burnt of higher secondary student) ৷ খড়কুটো টুকুও আর খুঁজে পাওয়া গেল না । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অন্তর্গত রোল অঞ্চলের উত্তরখণ্ড গ্রামে । সেই গ্রামেই মলিন রায় ও তাঁর পরিবারের বসবাস। মঙ্গলবার রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘরে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে ৷ এই অগ্নিকাণ্ডের কারণ ঠিক কী, তা যদিও এখনও স্পষ্ট নয় ৷ তবে পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যায় এই অগ্নিকাণ্ডের জেরে ।
ওই পরিবারেরই বড় ছেলে অপু রায় একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ ওই ঘরে বসেই চলছিল তার পরীক্ষার প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সবকিছু ধুলিস্যাৎ ৷ ঘরের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড-সহ যাবতীয় বইপত্র মজুদ ছিল ওই ছাত্রের। তবে রাতের লেলিহীন অগ্নিশিখা তার যাবতীয় পরীক্ষার সরঞ্জামকে পুড়িয়ে ছাই করে দেয় । শুধু তাই নয়, বাড়িতে থাকা যাবতীয় জিনিসপত্র ফ্যান থেকে শুরু করে জামাকাপড়, খাবার এবং প্রায় 25 হাজার নগদ টাকাও পুড়ে ছাই হয়ে যায় । এখন ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর চোখে নেমে এসেছে অন্ধকার ৷ কারণ পরীক্ষার অ্যাডমিট কার্ড ছাড়া সে কী করে বসবে পরীক্ষায়, সেই চিন্তাই কুঁড়ে কুঁড়ে খাচছে তাকে ।