পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা সংক্রমণ ঠেকাতে তৎপর বাঁকুড়া জেলা প্রশাসন - কোরোনা

রোগীদের নমুনা পরীক্ষা থেকে হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া । জেলায় কোরোন সংক্রমণ ঠেকাতে কোনও খামতি রাখছে না বাঁকুড়া প্রশাসন ।

Bankura Medical College
বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল

By

Published : Apr 18, 2020, 1:33 PM IST

বিষ্ণুপুর, 18 এপ্রিল : রাজ্যে ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বেড়েছে মৃতের সংখ্যাও । এই পরিস্থিতিতে কোরোনা সংক্রমণ ঠেকাতে সক্রিয় বাঁকুড়া জেলা প্রশাসন ।

বাঁকুড়ায় ইতিমধ্যে 16 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । তাঁদের মধ্যে 15 জনের রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে । বাকি একজনের রিপোর্ট এখনও আসেনি । জেলা সদরের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিভার ক্লিনিকে 11 জন ভরতি রয়েছে । পাঁচজন কোরোনার উপসর্গ নিয়ে ফিভার ক্লিনিকের আইসোলেশন ওয়ার্ডে ভরতি ।

অন্যদিকে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে জেলার কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে । গতকাল সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্স মিলিয়ে 25 জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও মেডিসিন বিভাগের অধ্যাপকরা এই প্রশিক্ষণ দেন ।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডঃ পার্থপ্রতিম প্রধান জানান, এই প্রশিক্ষণ দেওয়ার কারণ কর্মীদের আরও বেশি করে সচেতন করা । একইসঙ্গে তাঁদের বোঝানো কীভাবে কোরোনা আক্রান্তদের শরীর থেকে রক্তের নমুনা নিতে হবে অথবা লালারসের নমুনা সংগ্রহ করতে হবে । পাশাপাশি ভবিষ্যতে আক্রান্তরা এলে তাঁদের চিকিৎসা করার সময় নিজেদের সুরক্ষিত রাখার বিষয়েও জেলা মুখ্য স্বাস্থ্য বিভাগের অনুরোধে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details