আলিপুরদুয়ার, 28 জুন: 2019 সালের লোকসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হেলিপ্যাড ও মাঠে প্রবেশ করার রাস্তা জরুরি ভিত্তিতে তৈরি করে পুরো টাকা না পেয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকারের বিরুদ্ধে অভিযোগ আনলেন এক তৃণমূল কর্মী ।
আলিপুরদুয়ার-অসম সীমানায় বারবিশাতে 2019 সালের 7 এপ্রিল তৃণমূল প্রার্থী দশরথ তিরকের সমর্থনে একটি জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভা উপলক্ষ্যে জরুরি ভিত্তিতে একটি হেলিপ্যাড ও বারবিশার থানার মাঠের সভাস্থলে প্রবেশ করার দুটি রাস্তা সভাধিপতি শিলা দাস সরকারের থেকে বরাত পেয়ে তৈরি করে দেন তৃণমূল কর্মী মুকুল তরফদার । এই পুরো কাজে তাঁর খরচ হয় 14 লক্ষের কিছু বেশি টাকা । এরপর সব মিলিয়ে তাঁকে শিলা দাসসরকার মোট 6 লক্ষ টাকা প্রদান করেন । কিন্তু বকেয়া 8 লক্ষ টাকা শিলাদেবীর কাছে বার বার দরবার করেও পাননি বলে অভিযোগ মুকুলবাবুর ।