পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত 2

আলিপুরদুয়ারের রাঙ্গালিবাজনায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে একটি বাইক ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের ৷ তাদের বাড়ি মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ি এলাকায় ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Jan 1, 2021, 4:33 PM IST

আলিপুরদুয়ার, 1 জানুয়ারি : বর্ষবরণের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের ৷ দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের রাঙ্গালিবাজনা এলাকায় ৷ মৃত দুই যুবকের নাম নির্মল ওরাঁও ও প্রদীপ ওরাঁও ৷

বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের ৷

মৃতদের বাড়ি মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ি এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় মাদারিহাট থানার পুলিশ ৷ মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে ৷

পথ দুর্ঘটনা

প্রসঙ্গত, মাদারিহাটের হলং থেকে বীরপাড়ার এথেলবাড়ি পর্যন্ত 48 নম্বর এশিয়ান হাইওয়ের প্রায় ২০ কিমি দীর্ঘ অংশটিতে গত 3 বছরে পথদুর্ঘটনার শিকার হয়েছে 66 জন । তাদের মধ্যে 31 জনই বাইক আরোহী ।

ABOUT THE AUTHOR

...view details