আলিপুরদুয়ার, 8 অক্টোবর : ঘণ্টা পাঁচেকের ব্যবধান ৷ হাতির আক্রমণে মৃত্যু হল দুই যুবকের ৷ ঘটনা দুটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে ৷
প্রথম ঘটনাটি মাদারিহাটের গোপালপুর চা বাগানের ৷ রবিবার রাত এগারোটা নাগাদ বাগানের পুজো দেখে বাড়ি ফেরার পথে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের ৷ মৃতের নাম শিবরাম ওরাওঁ । স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানের কারখানা লাইনের পুজো দেখে বাড়িতে ফেরার পথে হাতির সামনে পড়ে যান শিবরাম । হাতির আক্রমণে ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ।