পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরসভার নির্বাচন করতে ভয় পাচ্ছে তৃণমূল : দিলীপ - TMC scears of losing election

সামনেই আলিপুরদুয়ার পৌরসভায় ভোট । কার্যকর্তাদের পরামর্শ দিতে ও সাংগঠনিক আলোচনার জন্য আজ আলিপুরদুয়ারে BJP-র পার্টি অফিসে আসেন দিলীপ ঘোষ । তৃণমূলকে কটাক্ষ করে বললেন, নির্বাচন হলে মানুষ তার যোগ্য জবাব দেবে ৷ তাই নির্বাচন করতে ভয় পাচ্ছে তৃণমূল ।

দিলীপ
দিলীপ

By

Published : Jan 24, 2020, 6:13 PM IST

জলপাইগুড়ি, 24 জানুয়ারি : আলিপুরদুয়ারসহ 15 টি পৌরসভা ও দু'টি পৌরনিগমে ভোটে দেরি করছে তৃণমূল ।কারণ, নির্বাচন করাতে ভয় পাচ্ছে তৃণমূল । আজ আদিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে এসে এই মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

সামনেই আলিপুরদুয়ার পৌরসভায় ভোট । কার্যকর্তাদের পরামর্শ দিতে ও সাংগঠনিক আলোচনার জন্য আজ আলিপুরদুয়ারে BJP-র পার্টি অফিসে আসেন দিলীপ ঘোষ । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এখানে জেতার জন্য লড়াই করছি আমরা । প্রচার চলছে এলাকার বিভিন্ন ইশু নিয়ে । প্রচারের কাজ শুরু হয়ে গেছে । আমি শুধু এসেছিলাম কাজ কেমন হচ্ছে দেখার জন্য ।"

দেখুন কী বললেন দিলীপ

রাজ্যের 15টি পৌরসভা পৌরসভা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও ভোট এখন হয়নি । এই অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, "TMC নির্বাচনকে ভয় পাচ্ছে । BJP-কে ভয় পাচ্ছে । তাই 15টা পৌরসভা ও 2টো পৌরনিগমের ভোট একবছরের বেশি ঝুলিয়ে রেখেছে । মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে । নির্বাচন হলে মানুষ তার যোগ্য জবাব দেবে ৷ তাই নির্বাচন করতে ভয় পাচ্ছে ।"

লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গে BJP-র জয়জয়কার । এবারও কি তেমনই আশা করছেন ? কোন কোন ওয়ার্ডে প্রচারে বেশি জোর দিচ্ছেন? উত্তরে দিলীপ ঘোষ বলেন, "সব ওয়ার্ডেই একইভাবে প্রচার হবে । কোথাও কোনও খামতি হবে না । আমাদের কার্যকর্তাদের মনোবল খুবই উঁচু ।"

ABOUT THE AUTHOR

...view details