আলিপুরদুয়ার, 7 জুলাই : শহিদ দিবসের প্রস্তুতি সভায় তৃণমূল নেতা, কর্মীদের গরহাজিরা নিয়ে প্রশ্ন উঠছে । গতকাল জেলার দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা ছিল । সভায় হাজির ছিলেন না ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ফালাকাটা ব্লক যুব তৃণমূল সভাপতিও । তাই শুধু মাদারিহাট, কালচিনি, ফালাকাটা এবং আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা সারেন জেলা সভাপতি মোহন শর্মা ।
২১ শে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় কেন এল না কুমারগ্রাম ব্লক নেতৃত্ব ?
কুমারগ্রাম ব্লকের এক তৃণমূল নেতা বলেন, "জেলা নেতৃত্ব ব্লকে আসার প্রয়োজন মনে করে না । আমরা BJP-র সঙ্গে কীভাবে লড়াই করে বেঁচে আছি তার খোঁজও রাখেন না । জেলা নেতৃত্ব মাঝে মধ্যেই জেলার বাতানুকূল অফিসে মিটিংয়ের জন্য ডাকে । তাই যাওয়ার প্রয়োজন বোধ করিনি । জেলার নেতারা আগে ব্লকে আসুন তারপর ভাবা যাবে ।"