পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাগাতার বৃষ্টির জের, ক্ষতির মুখে আলিপুরদুয়ারের চাবাগানগুলি - চা বাগান

ভুটানে চলছে লাগাতার বৃষ্টি ৷ এর জেরে আর্থিক ক্ষতির মুখে আলিপুরদুয়ারের চা বলয় ।

ছবি
ছবি

By

Published : Jul 22, 2020, 8:53 AM IST

আলিপুরদুয়ার, 22 জুলাই : ভুটান এবং জেলায় চলছে লাগাতার বৃষ্টি ৷ এর জেরে জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক চাবাগান । ফলে ফের ক্ষতির মুখে পড়েছে সেখানকার চা শিল্প ।

গত 24 ঘণ্টায় জেলায় অতিভারী বৃষ্টি হয়েছে । জেলায় 295 মিলিমিটার এবং হাসিমারায় 100.80 মিলিমিটার বৃষ্টি হয়েছে । শুধু সমতলেই এই পরিমাণ বৃষ্টি হয়েছে । এর দ্বিগুণ বৃষ্টি হয়েছে ভুটানে ।

আলিপুরদুয়ারে মোট 64টি চা বাগান রয়েছে । বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার অর্ধেক বৃষ্টি একটি বাগানের সার্বিক উৎপাদন নষ্ট করে দিতে যথেষ্ট । জেলার চা বলয়ের 100 একর জমি কার্যত জলের তলায় । ফলে কালচিনি, মাদারিহাট, কুমারগ্রাম, তিনটি ব্লকই ক্ষতির মুখে পড়েছে ৷

অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডুয়ার্স শাখার সচিব রাম অবতার শর্মা বলেন, "আমরা ক্ষয়ক্ষতির পর্যালোচনা করছি । প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে ।" অন্যদিকে, চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি মোহন শর্মা বলেন, "কেন্দ্রে এমন একটা সরকার রয়েছে যাদের চারজন সাংসদ আমাদের চা বলয়ের । ছ'বছর ধরে এখানে অনেক সমস্যা রয়েছে ৷ অথচ আজ পর্যন্ত কোনও কাজ হয়নি । ইন্দো ভুটান নদী কমিশন কার্যকর করা, ব্রহ্মপুত্র বোর্ডের অর্থ উত্তরবঙ্গে ব্যয় করা সব দিল্লির সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে । "

ABOUT THE AUTHOR

...view details