আলিপুরদুয়ার, 9 এপ্রিল: তপসিখাতার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের প্রস্তুতি শেষের দিকে। তবে কোরোনা পজ়িটিভ রোগীর চিকিৎসা এখানে হবে না। এমনকী চিকিৎসা হবে না উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেও।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, উত্তরবঙ্গের কোরোনা পজ়িটিভ রোগীদের চিকিৎসা হবে একমাত্র শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। যে নার্সিংহোমটিকে সরকার কোরোনা চিকিৎসার জন্যই অধিগ্রহণ করেছে। অন্যদিকে আলিপুরদুয়ারের তপসিখাতার আয়ূষ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের কাজ প্রায় শেষ। এখানে কোরোনা সংক্রমিত রোগীদের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য মোট 110টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে 6 টি ভেন্টিলেটর। ডায়ালিসিসের জন্য থাকছে আরও 4 টি শয্যা।