আলিপুরদুয়ার, 15 নভেম্বর : রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার থেকে খুলছে রাজ্যের স্কুলগুলি । প্রায় কুড়ি মাস বন্ধ থাকার পর ফের স্কুলে স্কুলে শুরু হবে রোল কল । তবে প্রথম ধাপে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলছে স্কুল ৷ করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চ মাস থেকেই বন্ধ রাজ্যের স্কুলগুলি ৷ মাঝে স্বল্প সময়ের জন্য স্কুল খুললেও করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ফের তা বন্ধ হয়ে যায় ৷
তবে শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী পঠন-পাঠন শুরু হলেও বেশকিছু ক্ষেত্রে স্কুলের ল্যাবরেটরি বা কম্পিউটার ব্যবহার করতে পারবে না পড়ুয়ারা । কার্যত পূর্ণাঙ্গরূপে পঠন-পাঠন শুরু করা এখনই সম্ভব নয় বলে জানিয়েছে বেশকিছু স্কুল কর্তৃপক্ষ । পরিস্থিতি এমন যে দীর্ঘ প্রায় কুড়ি মাস বন্ধ থাকার ফলে এখনই পূর্ণাঙ্গরূপে পঠন-পাঠন শুরু সম্ভব নয় বলে জানাচ্ছে অনেক স্কুল কর্তৃপক্ষ । স্কুলগুলির দাবি, দীর্ঘ কুড়ি মাস ধরে বন্ধ থাকার ফলে স্কুলের অনেক কম্পিউটার, ল্যাবরেটরির জিনিস একেবারে অকেজো হয়ে পড়েছে । দীর্ঘদিন বন্ধ থাকায় কোনও স্কুলের কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছে, কোথাও বা নষ্ট হয়ে গিয়েছে ইউপিএস-এর ব্যাটারি ।