আলিপুরদুয়ার, 20 মে : এগজ়িট পোলকে "গসিপ" বলে দাবি করে গতকাল টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সেই একই ভাষা শোনা গেল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরেও । আজ সাংবাদিক বৈঠকে আলিপুরদুয়ার জেলা সভাপতি মোহন শর্মা ও তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীকে আক্রমণাত্মক সুরে কথা বলতে শোনা গেল ।
গণনা পর্যন্ত সহ্য করব, তারপর দেখে নেব : সৌরভ চক্রবর্তী - threat
23 মে গণনার পর দেখে নেওয়ার হুমকি দিলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সৌরভ চক্রবর্তী । তিনি বলেন, এখন গণনা অবধি ঠান্ডা মাথায় সব সহ্য করছি কিন্তু পরে ছাড়ব না ।
23 মে গণনার পর BJP-কে দেখে নেওয়ার হুমকি দেন বিধায়ক সৌরভ চক্রবর্তী । তিনি বলেন, "গণনা অবধি আমরা ঠান্ডা মাথায় সব সহ্য করছি । গণনার পর কিন্তু ছাড়ব না । দেখে নেব ।" পাশাপাশি জেলা সভাপতি মোহন শর্মা সংবাদমাধ্যমকে পেইড মিডিয়া বলে সম্বোধন করেন । হার শব্দটা তাঁদের ডিকশনারিতে নেই বলেও জানান তিনি । তাঁরা দু'জনেই দাবি করেন, এগজ়িট পোল তাঁরা মানেন না । তাঁদের দলীয় প্রার্থী কমপক্ষে ১ লাখ ভোটে জয়ী হবেন বলেও জানান তাঁরা ।
আজ বিকেলের সাংবাদিক বৈঠকে সৌরভবাবু বলেন, "BJP নির্বাচনের পরও জেলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে । BJP প্রার্থী জন বারলা আমাদের এক কর্মীকে খুনের হুমকি দিয়েছেন ।" কেন্দ্রীয় বাহিনীর নাম না করে সৌরভবাবু বলেন, "ওরা তো ইলেকশনের কাউন্টিং শেষ করে চলে যাবে । তারপর আমরা ছাড়ব না । কোনও জায়গাতে কোনও অঙ্কেই ছাড়ব না ।" ছাড়বেন না মানে কি করবেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "দেখবেন গননার পর কী হয় ।"