পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সৌরভের বিরুদ্ধে - mcc

উন্নয়নের আশ্বাস দেওয়ায় আদর্শ আচরণ বাধি লঙ্ঘনের অভিযোগ উঠল আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে।

আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী

By

Published : Mar 24, 2019, 11:27 PM IST

আলিপুরদুয়ার, 24 মার্চ : নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠল আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে। আজ আলিপুরদুয়ারে ব্যবসায়ী সমিতির একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি। অবাধ উন্নয়নের পাশাপাশি উন্নয়ন তহবিলের জন্য উপদেষ্টা কমিটি তৈরি করা হলে সেখানে ব্যবসায়ীদের থেকে প্রতিনিধি রাখার কথা বলেন সৌরভ। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েছে BJP।

আজ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলায় বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, হাটের সংস্কার, মার্কেট কমপ্লেক্স নির্মাণ, ১৬ কোটি টাকা বরাদ্দ রাস্তার কাজ দ্রুত শেষ হওয়ার আশ্বাস দেন সৌরভ। এছাড়াও আলিপুরদুয়ারের ডাম্পিং গ্রাউন্ড তৈরির প্রস্তাবও দেন তিনি। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর এই ধরনের কোনও মন্তব্য তিনি করতে পারেন না বলে দাবি BJP-র। তাদের অভিযোগ, সৌরভবাবু নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তাঁর ভিডিয়ো ফুটেজ হাতে এলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে।

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ অবশ্য জানান, আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার কথাও অস্বীকার করেন।

ABOUT THE AUTHOR

...view details