আলিপুরদুয়ার, ১৫ ফেব্রুয়ারি : তথ্যপাচার মামলায় গ্রেপ্তার আরও এক ব্যক্তি। নাম দিলীপ কুমার দাস। কলকাতার দেশবন্ধু রোডের বাসিন্দা দিলীপবাবু পেশায় ব্যবসায়ী। কলকাতা থেকেই তাকে গ্রেপ্তার করে CID। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের নিজস্ব মেল আইডি ব্যবহার করে তথ্য পাচারের অভিযোগে চলতি মাসের ৯ তারিখ প্রদীপ রথকে গ্রেপ্তার করে CID। সূত্রের খবর, তাঁকে জেরা করেই দিলীপের নাম জানতে পারেন তদন্তকারীরা। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্যপাচার মামলায় ভারতী ঘনিষ্ঠ পুলিশ অফিসারের পর গ্রেপ্তার ব্যবসায়ী - issue
প্রদীপ রথের পর তথ্যপাচার মামলায় গ্রেপ্তার হলেন আরও এক ব্যক্তি।
আলিপুরদুয়ারে গ্রেপ্তার হয় প্রদীপ রথ। সেখান থেকে তাকে কলকাতায় নিয়ে আসে CID। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, প্রদীপ রথ জেরায় দিলীপের নাম বলে। গতকাল দিলীপকে কলকাতা থেকে আলিপুরদুয়ার আনা হয়।
গতকাল দিলীপকে আলিপুরদুয়ার স্পেশাল আদালতে তোলা হয়। তাঁকে ১৪ দিনের হেপাজতে চায় CID। অভিযুক্তর পক্ষের আইনজীবী সোমশংকর দত্ত বলেন, "আমার মক্কেলের সাথে ভারতী ঘোষের তথ্যপাচার মামলার কোনও সম্পর্ক নেই। তাঁকে ফাঁসানো হয়েছে। পুলিশ ১৪ দিনের রিমান্ড চেয়েছিল। সেখানে সাতদিনের রিমান্ড হয়েছে।" এই বিষয়ে CID-র তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।