পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি বালি বোঝাই ট্রাক আটক করতেই বিক্ষোভের মুখে দুই আধিকারিক - officers face agitation

বৈধ কগজপত্র ছাড়াই নদী থেকে বালি তুলতে গেছিলেন শ্রমিকরা । ধরা পড়েন ভূমি ও ভূমি সংস্কার বিভাগের দুই আধিকারিকের হাতে । এরপরেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন । আধিকারিকদের গাড়ি আটকে রেখে পথ অবরোধ করেন তাঁরা । আলিপুরদুয়ারের ঘটনা ।

aa
ট্রাক

By

Published : Jun 2, 2020, 8:49 PM IST

আলিপুরদুয়ার, ২ জুন: রয়্যালটি বিহীন বালি বোঝাই ট্রাক্টর আটক করতেই শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেন ভূমি ও ভূমি সংস্কার বিভাগের দুই আধিকারিক । দীর্ঘক্ষণ ওই দুই আধিকারিকের গাড়ি আটকে রেখে শ্রমিকরা বিক্ষোভ দেখান ।

গতকাল দুপুর একটা নাগাদ আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বকখালি এলাকার নোনাই নদী থেকে রয়্যালটি ছাড়া অবৈধভাবে বালি চুরির খবর পায় ব্লক ও ভূমি ও ভূমি সংস্কার বিভাগ । ওই এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয় । দুই আধিকারিক ১৫ হাজার টাকা জরিমানা করেন । এরপরে ট্রাক্টরটিকে থানার নিয়ে যাওয়ার পথে আধিকারিকদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা । বাধার মুখে পড়েন দুই আধিকারিক । বালি তোলার কাজে নিযুক্ত শ্রমিকরা নিউআলিপুরদুয়ার রাধামাধব মন্দিরের রাস্তায় বসে অবরোধ শুরু করেন । পরে ঘটনাস্থানে পুলিশ এলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ।

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, বছর খানেক আগে জেলা ও ব্লকের ভূমি ও ভূমি সংস্কার বিভাগের কাছে রয়্যালটি চেয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন । তাঁদের সেই অনুমতি দেওয়া হয়নি । এরপর তাঁরা নদী থেকে আর বালি উত্তোলন করেননি । কিন্তু এখন টানা লকডাউনের জেরে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন । হাতে অর্থ নেই । উপায়ন্তর না পেয়ে নদী থেকে বালি উত্তোলন করে দিনে ১৫০-২০০ টাকা রোজকার করে কোনও মতে সংসার চালাচ্ছেন । এই বালি তোলার কাজ করে দুই নম্বর ব্লকের প্রায় ২০০ শ্রমিক তাঁদের সংসারের হাল ধরেছেন । শ্রমিকদের চাষবাসের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি ধরে জরিমানা করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা ।

প্রথমে ভূমি বিভাগের ওই দুই আধিকারিকের সঙ্গে ট্রাক্টরটি ছেড়ে দেওয়া নিয়ে শ্রমিকদের কথা কাটাকাটি শুরু হয় । কিন্তু ট্রাক্টরটি ছেড়ে দিতে রাজি ছিলেন না দুই আধিকারিক । তখনই তাঁদের দু'জনকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা । শুরু হয় পথ অবরোধ । দুপুর দেড়টা নাগাদ আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক কুতুবউদ্দিন খান ঘটনাস্থানে যান । অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন । আলিপুরদুয়ার দুই ব্লকের ভূমি ও ভূমি সংস্কার বিভাগের আধিকারিক সন্দীপন মুখোপাধ্যায় বলেন, "পুলিশের সহায়তায় আমরা ট্রাক্টরটি থানায় নিয়ে এসেছি । জরিমানা দিয়ে শ্রমিকরা ট্রাক্টরটি ছাড়িয়ে নিয়ে যাবেন । পাশাপাশি তাঁদের বলা হয়েছে রয়্যালটির জন্য জেলা ভূমি সংস্কার বিভাগে আবেদন জানাতে । বৈধ কাগজ পেলে তবেই তাঁরা নদী থেকে বালি তুলতে পারবেন । কাগজ ছাড়া কোনওভাবেই বালি তোলার অনুমতি দেওয়া হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details