আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারি : ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে পাচারের আগেই পুলিশের জালে আটক ৭১৮ কেজি গাজা। অসমের নম্বর প্লেট লাগানো একটি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় এই গাজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা। গ্রেপ্তার ট্যাঙ্কারচালক।
পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে আটক ৭১৮ কেজি গাজা - arrest
অসমের নম্বর প্লেট লাগানো একটি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় এই গাজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা। গ্রেপ্তার ট্যাঙ্কারচালক।
গোপনসূত্রের খবর পেয়ে কুমারগ্রাম থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ-অসম সীমান্তের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করছিল বারোবিসা আউট পোষ্ট পুলিশ। সেই সময় একটি ছয় চাকার তেলের ট্যাঙ্কার আটক করেন পুলিশকর্মীরা। ট্যাঙ্কারের চালক কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। আর এতেই সন্দেহ হয় পুলিশের। এরপর তল্লাশি চালিয়ে তেলের ট্যাঙ্কের ভিতরের চেম্বার থেকে উদ্ধার করে অনেকগুলি গাজা ভরতি প্যাকেট। গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে।
আলিপুরদুয়ারের SDPO শ্রীকান্ত জগন্নাথ বলেন, "গাজাভরতি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার হয় ৪৭ প্যাকেট মনিপুরি গাজা। গ্রেপ্তার ট্যাঙ্কার চালককে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। পুলিশ হেপাজতের আবেদন করা হবে।"