পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনের ধাক্কা কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরছে জয়ন্তী পর্যটন কেন্দ্র

কোরোনা পরিস্থিতিতে পর্যটন ক্ষেত্রে বড় প্রভাব পড়েছে । জয়ন্তী পর্যটনকেন্দ্রেও একই প্রভাব পড়েছিল । তবে পরিস্থিতি বদলাচ্ছে । জয়ন্তী-র আকর্ষণই মানুষকে টেনে আনছে । আপাতত আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি , শিলিগুড়ি থেকে বেশি মানুষ আসছেন । কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকেও ছুটি উপভোগ করতে আসছেন অনেকে । উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সবকটি ট্রেন চালু হলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।

Alipurduar
ফের চেনা ছন্দে ফিরছে জয়ন্তী পর্যটন কেন্দ্র

By

Published : Nov 3, 2020, 8:13 AM IST

আলিপুরদুয়ার, 2 নভেম্বর : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জয়ন্তী পর্যটন কেন্দ্র । লজ-হোম স্টে, রিসর্টগুলির সিংহভাগ এখন পর্যটকদের দখলে । দুর্গাপুজোর ঠিক আগে থেকে পর্যটকদের আসা শুরু হয়েছিল । পুজোর মধ্যে এবং পুজোর পরে এখনও পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, প্রায় প্রতিদিন স্থানীয় ও বহিরাগত পর্যটকরা আসছেন । কালীপুজো পর্যন্ত যথেষ্ট বুকিং রয়েছে । কালীপুজোর পর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চেনা ছন্দে থাকলে নিজেদের ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন বলে জানাচ্ছেন লজ, হোমস্টে , রিসর্ট মালিক থেকে গাইড , জিপ সাফারির সঙ্গে জড়িত ব্যক্তিরা ।

কোরোনা পরিস্থিতিতে পর্যটন ক্ষেত্রে বড় প্রভাব পড়েছে । জয়ন্তী পর্যটন কেন্দ্রেও একই প্রভাব পড়েছিল । তবে পরিস্থিতি বদলাচ্ছে । জয়ন্তী-র আকর্ষণই মানুষকে টেনে আনছে । আপাতত আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি , শিলিগুড়ি থেকে বেশি মানুষ আসছেন । কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকেও ছুটি উপভোগ করতে আসছেন অনেকে । উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সবকটি ট্রেন চালু হলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।

জয়ন্তীর স্থানীয় গাইড অজয় শর্মা বলেন, প্রতিদিন জিপ সাফারি চলছে । নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সংখ্যায় পর্যটকদের নিয়ে জঙ্গলে গাড়ি ঘুরে বেরাচ্ছে । পর্যটকদের কাছে জিপ সাফারির যথেষ্ট আকর্ষণ রয়েছে । এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে , প্রায় সাত মাস পর মানুষ জঙ্গলে এসেছে । বন্যপ্রাণীদের বিশেষ করে হাতি , বাইসন(গাউর) ,সম্বর-সহ বিভিন্ন ধরনের হরিণ দেখা যাচ্ছে । শীত পড়তে বেশি বাকি নেই । ফলে বিভিন্ন ধরনের পাখির দেখা মিলছে ।

আলিপুরদুয়ার জেলা ট্যুরিজ়ম অ্যাসোসিয়েশনের অন্যতম বিশ্বজিৎ সাহা বলেন , "এটা খুবই ভালো লক্ষ্মণ যে , ভয় কাটিয়ে মানুষ বেড়াতে আসছেন । আমরা আলিপুরদুয়ারে সকল পর্যটকদের শুভেচ্ছা জানাচ্ছি । আমরাও সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে এগোচ্ছি । আশা করছি , যেভাবে মানুষ আসছেন তাতে বড়দিনের ছুটিতে আরও বেশি মানুষ আসবেন বক্সা , চিলাপাতা ,জলদাপাড়ায় ।

চেনা ছন্দে ফিরছে জয়ন্তী পর্যটন কেন্দ্র

হাইকোর্টের নির্দেশে জয়ন্তীতে বন দপ্তরের বাংলোয় বুকিং বন্ধ । তবে ছোটো ছোটো প্রায় 35 টি লজ , হোম স্টে-তে কোনও ঘরই ফাঁকা নেই । খাবারের যে হোটেলগুলি কার্যত মুখ থুবড়ে পড়েছিল , তারাও যথেষ্ট সক্রিয়ভাবে ফের মানুষের রসনা তৃপ্তি করছে । কলকাতা থেকে আসা পর্যটক অজয় চক্রবর্তী বলেন , সুযোগ পেলেই জয়ন্তী ছুটে আসি । বন্যপ্রাণী দেখতে নয় , প্রকৃতিকে দেখতে ।

উত্তরবঙ্গে পর্যটন মহলে পরিচিত রাজ বসু বলেন, আমরা যথেষ্ট আশাবাদী । সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত উত্তরবঙ্গে পর্যটন ঘুরে দাঁড়াবে । তবে ট্রেন চলাচল সবার আগে স্বাভাবিক হতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details