জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 26 জুন : রেকর্ড বৃষ্টি আলিপুরদুয়ারে । বৃষ্টির পরিমাণ 405.40 মিলিমিটার । জানাল জলপাইগুড়ি সেচ দপ্তর । এছাড়াও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় । বৃষ্টি হয়েছে শিলিগুড়িতেও ।
একদিকে ভুটানে প্রবল বৃষ্টির জেরে পাহাড় থেকে নেমে আসা জল এবং অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে কার্যত বানভাসি অবস্থা আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা । হাসিমারা, দলসিংপাড়া, কুমারগ্রামসহ আলিপুরদুয়ার পৌরসভার অন্তত কুড়িটি ওয়ার্ড জলমগ্ন । হাসিমারা থেকে ভুটানে যাওয়ার এশিয়ান হাইওয়ে-48 এর উপর দিয়ে বইছে জল । মাদারিহাট থেকে হাসিমারা যাওয়ার রাজ্য সড়ক জলের নিচে । বারবিশায় ফ্ল্যান্ডসেন্টারে ইতিমধ্যেই লোকজন এসে আশ্রয় নিয়েছে । জলমগ্ন জলপাইগুড়ির অন্তর্গত ডুয়ার্সের বহু এলাকা । জলপাইগুড়ির বিন্নাগুড়ি, বানারহাট এলাকায় ভুটানের জলে জলমগ্ন বিভিন্ন এলাকা । বানারহাট হাসপাতালেও জল ঢুকেছে ।
অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে ভুটানের ফুঁৎসলিংয়ের বিভিন্ন এলাকায় ধস নেমেছে । ধসের জেরে বেশ কিছু এলাকায় বাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে ।
গতকালই ভুটান সরকারের পক্ষ থেকে 48 ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ।