বক্সা (আলিপুরদুয়ার), 27 জুন: প্রবল বৃষ্টির জেরে বেহাল অবস্থা বক্সার পাহাড়ি এলাকার জনজীবনের ৷ পাহাড়ি নদী জলোচ্ছ্বাসের কারণে ধস নেমে রাস্তা ভেসে গিয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা এলাকায় (Buxa)৷ এই পরিস্থিতিতে দুর্গম এলাকার পাহাড়ি খরস্রোতা নদী অতিক্রম করে চিকিৎসা পরিষেবা দিতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা (Health Workers overcome stiff challenge to provide medical facilities in Buxa village) ৷ হাড়হিম করা সেই ছবিই উঠে এসেছে ৷ বাঁশে ভর দিয়ে পাহাড়ি খরস্রোতা নদী পার হতে দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মীদের ৷ মূলত বক্সার আদমা এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে এভাবেই যেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷
আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের প্রত্যন্ত জনপদ বক্সা ৷ বর্তমানে লাগাতার বৃষ্টি ও খরস্রোতা নদীতে জলোচ্ছ্বাসের কারণে ধস নেমেছে পাহাড়ি রাস্তায় ৷ ফলে বক্সার আদমা পাহাড়ের খরস্রোতা নদীর উপর দিয়ে পারাপার করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷ বাঁশের খুঁটিতে ভর দিয়ে তাঁরা দুর্গম জনপদে পৌঁছে যাচ্ছেন ৷