আলিপুরদুয়ার, 31 জানুয়ারি : 2 ফেব্রুয়ারি আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে আয়োজিত আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্ত আদিবাসী গণবিবাহ অনুষ্ঠানে উত্তরবঙ্গের আদিম জনজাতি গাড়ো,মেচ,রাভা ও টোটোদের ডাক হয়নি বলে অভিযোগ উঠল । বঞ্চনার অভিযোগ তুলে আদিবাসী গণবিবাহ অনুষ্ঠান বয়কটের ডাক দিল উত্তরবঙ্গের আদিম এই চার জনজাতি ।
রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি রাভাবস্তিতে এক বৈঠকে মিলিত হয় এই চার আদিম জনজাতির প্রতিনিধিরা । বৈঠক শেষে পশ্চিমবঙ্গ অল বোড়ো স্টুডেন্ট ইউনিয়নের উপদেষ্টা নলকুমার নার্জিনারী জানান, ‘‘নেপালিদের বিভিন্ন সম্প্রদায়ের জন্য ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে ৷ রাজবংশীদের জন্য বোর্ড রয়েছে ৷ কিন্ত আমাদের চার আদিম জনজাতি বোড়ো, রাভা, টোটো গাড়োদের জন্য কোনও বোর্ড নেই ৷ আমরা বারংবার দাবি জানিয়েছি ৷ মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করেছি ৷ কিন্ত আমরা বঞ্চিত থেকে গেলাম।’’