আলিপুরদুয়ার, 8 এপ্রিল: নির্বাচনের জন্য আলিপুরদুয়ার-ভুটান সীমান্ত সিল করে দেওয়া হবে। ভুটান সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং অসমে নির্বাচনের জন্য তিন দফায় মোট 9 দিন বন্ধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত। এই মর্মে রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান-এর তরফে সরকারি বিবৃতি জারি করা হয়েছে। ভুটানের ডাংখাগ অ্যাডমিনিস্ট্রেশন (Dungkhag Administration) এই বিজ্ঞপ্তি জারি করে। আজ বিকেলে ভুটান সরকারের এই বিজ্ঞপ্তি এসে পৌঁছয় আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন 'ডুয়ার্স কন্যা'-য়।
একনজরে দেখে নেওয়া যাক কবে কবে বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত:
- রাজ্যে প্রথম দফা নির্বাচন 11 এপ্রিল। দু'টি লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট। সেই কারণেই ভুটান সীমান্ত 9 এপ্রিল সন্ধ্যা 6টা নাগাদ বন্ধ করে দেওয়া হবে। সীমান্ত খুলবে 11 এপ্রিল সন্ধ্যা 6টায়।
- 18 এপ্রিল রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রের ভোট। তাই 16 এপ্রিল সন্ধ্যা 6টায় ফের বন্ধ করে দেওয়া হবে ভুটান সীমান্ত। খুলবে 18 এপ্রিল সন্ধ্যা 6টায়।
- ভুটান সীমান্ত লাগোয়া অসমের ধুবড়ি, কোকড়াঝার, বরপেটা, গৌহাটি কেন্দ্রের নির্বাচন 23 এপ্রিল। 21 এপ্রিল সন্ধ্যা 6টায় বন্ধ করে দেওয়া হবে ভুটান সীমানা। খুলবে 23 তারিখ সন্ধ্যা 6টায়।