পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা রোধে ভারত-ভুটান সীমান্তে ফিনাইল ও ডেটল স্প্রে

কোরোনা সংক্রমণ ঠেকাতে আজ সীমান্তের প্রায় 10 কিলোমিটার এলাকায় রাসায়নিক জল স্প্রে করা হয় । প্রতিদিন সীমান্ত এলাকায় এই স্প্রে করা হবে বলে জানিয়েছেন কালচিনির BDO ভূষণ শেরপা ।

Fire bridgade spraying chemical oil to combat corona in alipurduar, indo-bhutan border
কোরোনা রোধে ভারত-ভুটান সীমান্তে করা হল রাসায়নিক জল স্প্রে

By

Published : Mar 30, 2020, 7:26 PM IST

আলিপুরদুয়ার (কালচিনি) , 30 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৎপর গোটা দেশ ৷ আজ ভারত-ভুটান সীমান্ত অঞ্চলে ফিনাইল ও ডেটল স্প্রে করল হাসিমারা দমকলকেন্দ্র । ভারত-ভুটান সীমান্তের সব এলাকাকে কোরোনা ভাইরাস সংক্রমণে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়গাঁ, হাসিমারা, হ্যামিলটনগঞ্জসহ বিস্তীর্ণ অংশ ভারত-ভুটান সীমান্ত এলাকা হিসেবে চিহ্নিত । কোরোনার ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তেই দেশের প্রত্যেকটি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে ৷ ভারত-ভুটান সীমান্তও সিল করা হয়েছে । ভুটানে কর্মরত কয়েক হাজার ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে । সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে কোরোনার সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেদিকে কড়া নজর রেখেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ । কোরোনা সংক্রমণ ঠেকাতে আজ সীমান্তের প্রায় 10 কিলোমিটার এলাকায় এই স্প্রে করা হয় । প্রতিদিন সীমান্ত এলাকায় এই স্প্রে করা হবে বলে জানিয়েছেন কালচিনির BDO ভূষণ শেরপা ।

আজ দুপুর থেকে হাসিমারা দমকল কেন্দ্রের পক্ষ থেকে হ্যামিলটনগঞ্জ ও কালচিনি এলাকায় ফিনাইল ও ডেটল জল স্প্রে করা শুরু হয় ৷ দমকলকর্মীরা উদ্যোগ নিয়ে এই কাজ করেন । এলাকায় রাসায়নিক জল স্প্রে করার সময় উপস্থিত ছিলেন কালচিনির BDO, লতাবাড়ি রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার ও দমকলের আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details