পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্স

পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর, আজ থেকে খুলে গেল ডুয়ার্সের জঙ্গল৷

আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার

By

Published : Sep 23, 2020, 5:13 PM IST

আলিপুরদুয়ার, 23 সেপ্টেম্বর : ডুয়ার্স পর্যটনের প্রাণকেন্দ্র বক্সা ও জলদাপাড়া ৷ রাজ্যজুড়ে কোরোনা সংক্রমণের জেরে প্রায় 210 দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় জঙ্গল খুলে যাওয়ায় কিছুটা স্বস্তির হাওয়া পর্যটন মহলে। পুজোর আগে জঙ্গল খুলে যাওয়ায় পর্যটকদের স্বাগত জানাতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷

ইতিমধ্যেই হোম স্টে, লজ, রিসর্ট, হোটেলগুলির শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত পর্যটন ব‍্যবসায়ীরা । পুজোর আগে জঙ্গল খুলে যাওয়ায় ফের পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী তাঁরা । পর্যটকদের স্বাগত জানাতে প্রতিটি হোম স্টে ,লজগুলিতে চলছে স্যানিটাইজ়েশনের কাজ ৷

পর্যটকদের স্বাগত জানাতে চালাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এবিষয়ে রাজাভাতখাওয়া এলাকার পর্যটন ব‍্যবসায়ী লালসিং ভুজেল বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে সমস্ত সরকারি প্রোটোকল মেনে আমরা প্রস্তুত অতিথিদের বরণ করার জন‍্য ৷ জোরকদমে চলছে রুম স্যানিটাইজ়েশনের কাজ ৷" তিনি আরও জানান, "ইতিমধ্যেই প্রতিটি হোটেলে জারি করা হয়েছে স্বাস্থ্যবিধি ৷ লজ, হোটেলগুলিতে ঢোকার মুখে থার্মাল গান দিয়ে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা ৷ হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ৷ হোটেল, রেস্তরাঁগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কমানো হয়েছে আসন সংখ্যা ৷"

কোরোনা সংক্রমণের জেরে কমপক্ষে পাঁচ মাস ব্যবসা বন্ধ থাকায় শোচনীয় অবস্থা পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের । টুর অ্যান্ড ট্র্যাভেলের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী জানান, "এখনও পর্যন্ত কোনও বুকিং হয়নি । তবে আজ থেকে জঙ্গল খুলে দিচ্ছে বন দপ্তর । আশা করি পুজোর সময় পর্যটকদের দেখা মিলবে ।"

ABOUT THE AUTHOR

...view details