পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলিপুরদুয়ারে নির্বাচন সংক্রান্ত আলোচনা নিয়ে বৈঠকে আধিকারিকরা - meeting

আলিপুরদুয়ারের জেনেরাল অবজ়ার্ভার জেলার অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

a

By

Published : Mar 28, 2019, 5:58 AM IST

আলিপুরদুয়ার, ২৮ মার্চ : নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকদিন ধরে অস্বস্তিতে ছিল ডুয়ার্স কন্যার প্রশাসনিক আধিকারিকরা। মঙ্গলবার বিকেলের পর থেকে স্বস্তি ফিরেছে এই প্রশাসনিক ভবনে। ডুয়ার্স কন্যা সূত্রের খবর, মঙ্গলবার আলিপুরদুয়ারের জেনেরাল অবজ়ার্ভার মুকেশ কুমার ছাড়াই স্ক্রুটিনি হয়েছিল প্রার্থীদের মনোনয়নপত্রের। তবে সেসময় সেখানে উপস্থিত ছিলেন কমিশনের পুলিশ অবজা়র্ভার বিনোদ কুমার। সূত্রের খবর অনুযায়ী, জেনেরাল অবজ়ার্ভার মুকেশ কুমার দেরিতে আসায় নির্বাচন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না প্রশাসনিক ভবনের কর্তারা।

মঙ্গলবার বিকেলে মুকেশ কুমার আলিপুরদুয়ারে এসে নির্বাচন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের খুঁটিনাটি তথ্যের খবর নেন। এরপর গতকাল সকাল ১১ টা নাগাদ জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে ম্যারাথন বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ অবজ়ার্ভার বিনোদ কুমার, জেলাশাসক শুভাঞ্জন দাস, SP সুনীল কুমার যাদব, মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ এবং একাধিক ব্লক উন্নয়ন আধিকারিক।

সূত্রের খবর, বৈঠকে মুকেশ কুমার সমস্ত আধিকারিকদের কাছ থেকে জেলার নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ের তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি জেলার কোথায়, কোন ব্লকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে তা নিয়েও নির্দেশ দেন। জেলার স্পর্শকাতর বুথ নিয়েও আলোচনা করেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details