আলিপুরদুয়ার, 8 জুন : আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চিলাপাতা এলাকার হোম-স্টে মালিক, লজ মালিক, লজের কর্মচারী, জিপসি গাড়ির চালক, গাইড-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলকেই দেওয়া হল করোনার টিকা ৷ পর্যটন ব্যবসায়ী, তাঁদের কর্মী এবং পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ ৷
সোমবার আলিপুরদুয়ারের বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত পর্যটন কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় ৷ করোনা যাতে পর্যটনকেন্দ্রগুলিতে থাবা বসাতে না পারে, সেই কথা মাথায় রেখেই চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির তরফে বেশ কিছুদিন আগে টিকাকরণের আবেদন করা হয়েছিল স্বাস্থ্য দফতরের কাছে ৷ সেই আবেদন মোতাবেকই পর্যটনের সঙ্গে যুক্ত সকলকে করোনার টিকা দেওয়া হয় ৷