পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee slams Centre: 'বাংলার মানুষকে ভাতে মারছে বিজেপি !' আলিপুরদুয়ারে আন্দোলনের সুর বাঁধলেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের আগে আলিপুরদুয়ারে সভা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ সেই সভা থেকে সরাসরি বিজেপি তথা কেন্দ্রকে নিশানা করলেন তিনি ৷ 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বেঁধে দিলেন আন্দোলনের সুর ৷

Abhishek Banerjee slams Centre over MGNREGA from Alipurduar Rally
আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 8, 2023, 2:53 PM IST

Updated : Apr 8, 2023, 3:23 PM IST

আলিপুরদুয়ার, 8 এপ্রিল: "বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করা হলে আমরা ছেড়ে কথা বলব না !" শনিবার আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে এভাবেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে, আসন্ন নতুন বাংলা বছরেই একমাসব্যাপী নয়া প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলেন তিনি ৷ জানিয়ে দিলেন, 100 দিনের কাজ নিয়ে বাংলাজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস ৷ একইসঙ্গে, এই ইস্যুতে রাজধানী দিল্লিতেও আন্দোলনের ঝাঁঝ বাড়ানো হবে ৷ অভিষেকের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে হারিয়েছে ৷ সেই হার বিজেপি এখনও সহ্য করতে পারছে না ৷ সেই কারণেই বাংলার মানুষের হকের টাকা আটকে রাখা হচ্ছে ৷ তৃণমূল সাংসদের সাফ কথা, বিজেপি তথা কেন্দ্রের এই আচরণ মেনে নেওয়া হবে না ৷ ভুক্তভোগীদের সঙ্গে নিয়েই এর প্রতিবাদ করা হবে ৷ ভুক্তভোগীরা সরাসরি এ নিয়ে চিঠি পাঠাবেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে ৷

এদিনের সভামঞ্চ থেকে 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে নতুন আন্দোলনের ডাক দেন অভিষেক ৷ তিনি বলেন, বাংলার প্রায় 20 লক্ষ পরিবার 100 দিনের কাজ করে বসে আছে ৷ অথচ, বকেয়া পারিশ্রমিক পাচ্ছে না ৷ কারণ, কেন্দ্র সেই টাকা আটকে রেখেছে ৷ আরও প্রায় 1 কোটি 38 লক্ষ পরিবার রাজ্যজুড়ে 100 দিনের কাজ করার জন্য আবেদন জানিয়ে বসে আছে ৷ মাথাপিছু ধরলে কাজ চাওয়া এই আবেদনকারী শ্রমিকদের সংখ্য়া প্রায় 2 কোটি 62 লক্ষ ৷ অভিষেকের বক্তব্য, বাংলার মানুষের এই বঞ্চনার প্রতিবাদে সর্বাত্মক লড়াই করতে হবে ৷ তার জন্য 'রোড ম্যাপ'ও তৈরি করে দেন অভিষেক ৷

দলের নেতা ও কর্মীদের উদ্দেশে অভিষেকের নির্দেশ, আগামী 16 এপ্রিল অর্থাৎ 2 বৈশাখ থেকেই রাজ্যজুড়ে নতুন আন্দোলনে নামতে হবে ৷ 100 দিনের কাজে বঞ্চিতদের প্রত্যেকের দরজায় পৌঁছতে হবে ৷ তাঁদের দিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে উদ্দেশ করে চিঠি লেখাতে হবে ৷ কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা, রাজ্য়ের প্রতিটি প্রান্তে, প্রতিটি ব্লকে আগামী একমাস ধরে এই কর্মসূচি পালন করতে হবে ৷ প্রত্যেক ব্লক থেকে 50-100টি করে এমন চিঠি লিখিয়ে তা জমিয়ে রাখতে হবে ৷ একমাস পর অভিষেকের প্রতিনিধিরা সেই চিঠি স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে সংগ্রহ করবেন ৷ পাশাপাশি, কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজ্যজুড়ে জনমত গড়ে তুলতে হবে ৷ করতে হবে সই সংগ্রহ ৷ এভাবে অন্তত 1 কোটি মানুষের সই সংগ্রহ করতে হবে ৷

অভিষেক বলেন, তিনি নিজে বঞ্চিতদের লেখা এই চিঠি এবং 1 কোটি মানুষের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের দরবারে যাবেন ৷ দিল্লির রাস্তায় আরও জোরদার আন্দোলন শুরু করবেন ৷ পাশাপাশি, রাজ্য়েও আন্দোলনের ঝাঁঝ বাড়াবেন ৷ আর এভাবেই আমজনতা এবং 100 দিনের কাজে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা আদায় করে আনবেন তিনি ৷

আরও পড়ুন:বাংলার দাবি আদায়ে অভিষেকের নেতৃত্বে কেন্দ্রীয়মন্ত্রীর কাছে যাচ্ছে তৃণমূল

ওয়াকিবহাল মহল বলছে, গ্রামের ভোটের আগে গ্রামের মানুষের সমস্য়াকেই বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছেন অভিষেক ৷ তিনি জানেন, দুর্নীতি ইস্যুতে তাঁদের দল ব্যাকফুটে ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতিতে গ্রামের মানুষ ক্ষুব্ধ ৷ যার জের গড়াতে পারে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত ৷ সেটা বুঝেই মানুষের ক্ষোভের অভিমুখ ঘোরানোর চেষ্টা করছেন শাসকদলের 'সেকেন্ড ইন কমান্ড' ৷ সেই কারণেই 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আলাদা এবং সার্বিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি ৷ আর সেই আন্দোলনে সরাসরি গ্রামের মানুষকেই যুক্ত করতে চাইছেন অভিষেক ৷

Last Updated : Apr 8, 2023, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details