পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে গণপিটুনি, লাঠিচার্জ পুলিশের - child lifter

আলিপুরদুয়ারে এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি । তাকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে এলাকার বাসিন্দাদের। লাঠিচার্জ পুলিশের । কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় ।

আইজুল হক

By

Published : Jul 8, 2019, 10:56 PM IST

আলিপুরদুয়ার, 8 জুলাই: ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে গণপিটুনি । ওই ব্যক্তির নাম আইজুল হক । শিশুবাড়ি এলাকার বাসিন্দা সে । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ । ঘটনাটি কালচিনির দলশিং পাড়ার ।

গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করতে যায় পুলিশ । সেই সময় তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে স্থানীয় বাসিন্দাদের। প্রাণে বাঁচতে একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নেয় পুলিশ । স্কুলটিকেও ঘিরে ফেলা হয়। প্রায় দু'ঘণ্টা স্কুল ঘরে আটকে থাকেন পুলিশকর্মীরা । পরে ঘটনাস্থানে আরও পুলিশ আসে । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয় । ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল । এরপর আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ।

পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের 10জন । এখনও পর্যন্ত 12 জনকে আটক করেছে জয়গাঁ থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details