পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনবিভাগের পাতা ফাঁদে বন্দী পূর্ণবয়স্ক চিতাবাঘ - Leopard in cage

আজ সকালে চা বাগানের শ্রমিকরা খাঁচা বন্দী চিতাবাঘকে দেখতে পায় ৷ খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনবিভাগের কর্মীরা ৷ এদিকে লকডাউন উপেক্ষা করে চিতাবাঘ দেখতে ভিড় করেন স্থানীয়রা ৷

বনবিভাগের পাতা ফাঁদে বন্দী এক পূর্ণবয়স্ক চিতাবাঘ
বনবিভাগের পাতা ফাঁদে বন্দী এক পূর্ণবয়স্ক চিতাবাঘ

By

Published : Apr 8, 2020, 5:38 PM IST

আলিপুরদুয়ার, 8 এপ্রিল : কয়েক মাস ধরে অনেকবার চা বাগানে হামলা করছিল চিতাবাঘ ৷ লাগাতার এই হামলার কথা সামনে আসতেই জলদাপাড়া বনবিভাগের তরফে কয়েকটি জায়গায় খাঁচা বসানো হয় ৷ শেষে মাদারিহাট ব্লকের গ্যারগাণ্ডা চা বাগানের 16 নম্বর সেকশনে রাখা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি ৷

আজ সকালে ওই জায়গায় খাঁচাবন্দী অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পান বাগানের শ্রমিকরা ৷ চিতাবাঘ ধরা পড়েছে জানতে পেরে লকডাউন উপেক্ষা করে বাগানে ভিড় জমায় স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনবিভাগে ৷ বনবিভাগের লঙ্কাপাড়া রেঞ্জ থেকে বনকর্মী ও আধিকারিকরা এসে চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি নিয়ে যায় ৷

জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, চিতাবাঘটির মুখে একটি ক্ষত দেখা গিয়েছে ৷ তার চিকিৎসা চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details