আলিপুরদুয়ার, 14 জুন : আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার পশ্চিম চেংমারীর ঘটনা হার মানাবে মধ্যযুগীয় বর্বরতাকে। এক মহিলাকে বিচারের নামে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল এলাকারই কয়েকজনর বিরুদ্ধে ৷ 3 দিন নিখোঁজ থাকার পর আজ তাঁকে উদ্ধার করেছে কামাক্ষাগুড়ি ফাঁড়ির পুলিশ ৷ অভিযোগ বাড়ি থেকে তাঁকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ উঠেছে ওই মহিলাকে নগ্ন করে তাঁর ভিডিয়ো তোলা হয় ৷ রবিবার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ 3 জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷
পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই মহিলা তাঁর স্বামীকে ছেড়ে মাস ছয়েক আগে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ কিন্তু, মহিলার প্রেমিক তাঁকে ছেড়ে চলে যায় ৷ অসহায় স্ত্রীকে গত বৃহস্পতিবার বাড়ি ফিরিয়ে আনেন ওই ব্যক্তি ৷ কিন্তু, স্থানীয় কয়েকজন বিষয়টি মেনে নেয়নি ৷ অভিযোগ নীতি পুলিশের ভূমিকা নিয়ে মহিলাকে শাস্তি দিতে উদ্যোত হয় তারা ৷ ওইদিন রাতেই ওই মহিলাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনে অভিযুক্তরা ৷ তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ অসহায় ওই মহিলা নিজের সম্মান বাঁচাতে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যান ৷ অভিযোগ সেই সময় তাঁর ভিডিয়ো করা হয় ৷