পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নজরে টেস্ট ড্রাইভ, চলছে ধূমপান ; আইন ভাঙলেন খোদ পরিবহন আধিকারিক - employee

সরকারি নিয়ম অনুযায়ী প্রকাশ্যে কিংবা পাবলিক প্লেসে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ । কিন্তু, আইন ভাঙতে দেখা গেল পরিবহন আধিকারিককেই । গতকাল বিকেলে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের মাঠে টেস্ট ড্রাইভের পরীক্ষা নিতে নিতেই MVI-এর টেকনিকাল অফিসার সুশান্ত কুণ্ডু সর্বসমক্ষে ধূমপান করলেন ।

MVI-এর টেকনিকাল অফিসার সুশান্ত কুণ্ডু

By

Published : May 7, 2019, 4:17 AM IST

Updated : May 7, 2019, 4:23 AM IST

আলিপুরদুয়ার, 7 মে : সরকারি নিয়ম অনুযায়ী প্রকাশ্যে কিংবা পাবলিক প্লেসে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ । বিশ্বজুড়ে চলছে ধূমপানের বিরুদ্ধে প্রচার । 2003 সালে পাশ হয়েছে ধূমপান বিরোধী আইনও । কিন্তু, সরকারি আধিকারিকই তা মানছেন না ।

এই ছবি ধরা পড়ল ETV ভারতের ক্যামেরায় । গতকাল বিকেলে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের মাঠে ছিল মোটরসাইকেলের লাইসেন্স পাওয়ার জন্য আরোহীদের “টেস্ট ড্রাইভ” । পরীক্ষা নিচ্ছিলেন আলিপুরদুয়ার জেলা MVI-এর টেকনিকাল অফিসার সুশান্ত কুণ্ডু । পরীক্ষা নিতে নিতেই দিচ্ছিলেন সুখটান । সে ছবি ধরা পড়ে ETV ভারতের ক্যামেরায় । প্রকাশ্যে ধূমপান করছেন কেন ? প্রশ্ন করতেই পালাতে শুরু করেন । পিছন পিছন যান ETV ভারতের প্রতিনিধিও । ক্যামেরা থেকে বাঁচতে ওই আধিকারিক প্রবেশ করেন MVI-এর আলিপুরদুয়ার জেলা আধিকারিক টারজান লেপচার চেম্বারে ।

বিশেষ সতর্কীকরণ : ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক

প্রশ্নের মুখে পড়ে টারজান বলেন, "এটা অন্যায় কাজ । এবিষয়ে RTO-কে অভিযোগ জানাব । ডিউটি চলাকালীন এটা কেউ করতে পারে না ।" ভুল স্বীকার করে নেন সুশান্তও ।

পরিবহন দপ্তর থেকে বাস, ট্রাম, গাড়িতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে । প্রশ্ন উঠছে, তাহলে পরিবহন আধিকারিক নিজে কী করে টেস্ট ড্রাইভ চলার সময় ধূমপান করছেন ?

বিশেষ সতর্কীকরণ : ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক

Last Updated : May 7, 2019, 4:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details