আলিপুরদুয়ার, 26 এপ্রিল : নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা বাসে । রাস্তা থেকে বেরিয়ে বাসটি ঢুকে পড়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে । ঘটনাটি 31 সি জাতীয় সড়কের । দুর্ঘটনায় আহত 17 । তাদের মাদারিহাট হাসপাতালে ভরতি করা হয়েছে । জানা গেছে বাসটি ফালাকাটা থেকে জয়গাঁ যাচ্ছিল ।
লরির ধাক্কায় অভয়ারণ্যে বাস, আহত 17 - injured
লরির ধাক্কায় সোজা রাস্তা থেকে জলদাপাড়া অভয়ারণ্যে বাস । আহত 17 ।
ঘটনাস্থানের ছবি
আজ সকাল দশটা নাগাদ হলং সেতুর কাছে বাসটিতে পিছন দিক থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে । বাসটি রাস্তা থেকে বেরিয়ে ঢুকে পড়ে জলদাপাড়া জঙ্গলে । যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এলে তারাই উদ্ধারকাজ শুরু করে ।
এরপর খবর পেয়ে ঘটনাস্থানে আসে মাদারিহাট থানার পুলিশ । থানার OC অনির্বাণ মজুমদার জানান, লরিটি পালিয়েছে । CCTV ফুটেজ দেখে লরিটিকে চিহ্নিত করা হবে ।