আলিপুরদুয়ার, 6 জুন : চা বাগানের কীটনাশক খেয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হল । তাদের নাম সিপরেন খড়িয়া (4), শিল্পী খড়িয়া (3), সোনালি খড়িয়া (3) । ঘটনাটি কালচিনি ব্লকের বীচ চা বাগানের । লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।
জুস ভেবে কীটনাশক পান, মৃত্যু 3 শিশুর - child
কালচিনি ব্লকের বীচ চা বাগান এলাকায় কীটনাশক খেয়ে মৃত্যু হল একই পরিবারের তিন শিশুর ।
প্রতীকী ছবি
মৃত শিশুদের মা বলেন, "আজ বিকেলে খেলা করছিল ওরা । ঘরের ভেতরে একটি বোতলে কীটনাশক রাখা ছিল । শিশুরা সেই বোতলটিকে দেখে ভাবে জুস রাখা আছে । এরপরই তারা কীটনাশকটি খেয়ে ফেলে । অসুস্থ হয়ে পড়ে ।"
চিকিৎসক সৌরভ রায় বলেন, "সম্ভবত কোনও বিষ খেয়ে ফেলেছে । ময়নাতদন্ত করলে বিষয়টি পরিষ্কার ভাবে জানা যাবে ।"