আলিপুরদুয়ার,18 জুলাই : এবার কোরোনা পজ়িটিভ মাদারিহাটের BDO অফিসের এক মহিলা-সহ দুই কর্মী। দুই কর্মীর কোরোনা পজ়িটিভের জেরে বন্ধ হল মাদারিহাট BDO অফিস। সাধারণের প্রবেশ নিষিদ্ধ হল এই অফিসে। যদিও প্রশাসন BDO অফিস বন্ধ বা সাধারণর প্রবেশের নিষেদের কথা মানতে চায়নি।
মাদারিহাট BDO অফিসের দুই কর্মীর পজ়িটিভ হবার জেরে পূর্ব মাদারিহাটের মণ্ডল পাড়া অশ্বিনীনগর ও মেঘনাথ সাহা নগরকে কনটেইনমেন্ট জ়়োনের আওতায় নিয়ে আসা হয়েছে । আজ সন্ধ্যা থেকে সংশ্লিষ্ট এলাকায় লাগু হয়েছে বিধিনিষেধ । মানুষের যাতায়াত আটকাতে তিনটি এলাকার বিভিন্ন রাস্তায় বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে । পাশাপাশি মাদারিহাট ব্যাবসায়ী সমিতি অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রেখে আজ থেকে 26 জুলাই পর্যন্ত মাদারিহাট সদরে সমস্ত দোকানপাট-হাট বাজার পুরোপুরিভাবে বন্ধ রেখেছে ।
মাদারিহাটের BDO অফিসের দুই কর্মী সংক্রমিত, বন্ধ বাজার
মাদারিহাটের BDO অফিসের এক মহিলা-সহ দুই কর্মী কোরোনা পজ়িটিভ । এর জেরে পূর্ব মাদারিহাটের মণ্ডলপাড়া অশ্বিনী নগর ও মেঘনাথ সাহা নগরকে কনটেইনমেন্ট জ়়োনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও আজ থেকে 26 জুলাই পর্যন্ত মাদারিহাট সদরে সমস্ত দোকানপাট হাট বাজার পুরোপুরিভাবে বন্ধ রেখেছে।
মাদারিহাটের BDO শ্যারন তামাং বলেন, "BDO অফিসের দুই কর্মী কোরোনা পজ়িটিভ । তার জন্য মাদারিহাট ব্লক সদরে তিনটি এলাকাকে কনটেইনমেন্ট জ়োন করা হয়েছে । দুই কর্মী আক্রান্ত হলেও BDO অফিস খোলা থাকছে । BDO অফিস বন্ধ রাখার কোনও প্রশ্ন নেই । তবে স্বাস্থ্যদপ্তরের নির্দেশে রবিবার এবং সোমাবার BDO অফিস জীবাণুমুক্ত করার কাজ হবে ।"
সংক্রমণ আটকাতে মাদারিহাট ব্যাবসায়ী সমিতি আজ তড়িঘড়ি বৈঠক ডাকে । বৈঠকে ব্যাবসায়ী সমিতি সিদ্ধান্ত নেয়, আজ থেকে আগামী 26 জুলাই পর্যন্ত মাদারিহাট সদরে সমস্ত দোকানহাট বাজার পুরোপুরিভাবে বন্ধ থাকবে । শুধুমাত্র জরুরিকালীন ক্ষেত্রে ওষুধের দোকান এবং অন্য অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে । মাদারিহাট ব্যাবসায়ী সমিতির পক্ষে চম্পক দত্ত রায় বলেন, “কোরোনা সংক্রমণ ঠেকাতে আমরা প্রশাসনের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। "
অন্যদিকে স্বাস্থ্যদপ্তর জানিয়েছে BDO অফিসের কোরোনা আক্রান্ত ওই দুই কর্মী কাদের সংস্পর্শে এসেছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।