মাদারিহাট, 4 জুন : রাতভর হাতির তাণ্ডবে ঘরছাড়া গ্রামবাসী । আলিপুরদুয়ারের মাদারিহাট এর পিঙ্কি চৌপথি এলাকার ঘটনা । গতকাল রাতে এলাকায় 25টি হাতির একটি দল তাণ্ডব চালায় । ভয়ে বাড়ি ছেড়ে পালায় বাসিন্দারা। আজ সকালে এসে তারা দেখে, হাতি কার্যত তছনছ করে দিয়েছে গোটা গ্রাম ।
গ্রামবাসী জানায়, গতকাল রাত একটা নাগাদ ২৫টি হাতি একসঙ্গে গ্রামে হামলা চালায় । ভুট্টা ক্ষেত, সুপারি বাগান, কলাবাগান, সব লন্ডভন্ড করে দিয়েছে । জমির ফসল সাবাড় করার পর হাতির ঘর-বাড়ি ভেঙে দেয় । হাতির দল গ্রামের তিনটি পরিবারের ঘর গুঁঁড়িয়ে দিয়েছে । বেশ কিছু ধানের গোলা থেকে কয়েক কুইন্টাল ধান খেয়েছে ।