পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাদারিহাটের সেফ হোমে পরিষেবা দেবে 12 কোরোনা জয়ী

আলিপুরদুয়ার জেলার ডেপুটি CMOH সুবর্ণ গোস্বামী জানান, আজ 12 জন কোরোনা জয়ী ”কোরোনা যোদ্ধা" হিসেবে কাজে যোগ দিল ।

আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার

By

Published : Jul 30, 2020, 2:33 AM IST

আলিপুরদুয়ার, 29 জুলাই: কয়েকদিন আগে কোরোনাকে জয় করে বাড়ি ফিরেছেন আলিপুরদুয়ারের 12 জন যুবক। আজ তাঁদেরকেই মাদারিহাটের একটি সেফ হোমে আক্রান্তদের পরিষেবা দেওয়া কাজে নিযুক্ত করা হল ।

সম্প্রতি রাজ্যের প্রতিটি জেলায় একটি কোভিড ওয়ারিয়র্স ক্লাব গঠন করা হয়েছে । কোরোনার কোনও উপসর্গ নেই এমন আক্রান্তদের সেফ হোমে রাখা হচ্ছে । এই সেফ হোমে আক্রান্তদের পরিষেবা দেওয়াই হবে কোরোনা যোদ্ধাদের কাজ ।

বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলার ডেপুটি CMOH সুবর্ণ গোস্বামী জানান, “আজ 12 জন কোরোনা জয়ী ”কোরোনা যোদ্ধা" হিসেবে কাজে যোগ দিল । 12 জনের মধ্যে কুমারগ্রাম ব্লকের 6 জন, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের 2জন, ফালাকাটা ব্লকের 2 জন রয়েছে । এই কোরোনা যোদ্ধাদের সরকারের তরফে মাসে 15 হাজার টাকা বেতন দেওয়া হবে ।"

এদিকে আজ আলিপুরদুয়ার জেলায় কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 36 জন। এই নিয়ে আলিপুরদুয়ার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 307 জন । জেলায় মোট 46টি এলাকাকে কনটেনমেন্ট জ়়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details