টোকিয়ো, 7 অগস্ট : খারাপ আবহাওয়ার জন্য বন্ধ হয়ে গেল মেয়েদের গল্ফ স্ট্রোক প্লে-র খেলা ৷ আজ ফাইনাল রাউন্ডের খেলা চলাকালীন আকাশে মেঘ ঘনিয়ে আসে ৷ বজ্র-বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ৷ তবে এর মধ্যেও ভারতের জন্য স্বস্তির খবর আছে ৷ ভারতীয় গল্ফার অদিতি অশোক যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন ৷ অর্থাৎ পদক জয়ের দৌড়ে রয়েছেন অদিতি ৷ বৃষ্টির কারণে খেলা শুরু করা সম্ভব না হলে অলিম্পিকসে অদিতির পদক নিশ্চিত ৷
গল্ফার অদিতির হাত ধরে ভারতের ঝুলিতে আরও একটি পদক জেতার আভাস মিলেছিল শুক্রবার ৷ তৃতীয় রাউন্ডের দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন তিনি ৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফাইনাল রাউন্ডের খেলা না হওয়ার সম্ভাবনা ছিল ৷ সেক্ষেত্রে তৃতীয় রাউন্ডের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বেছে নেওয়া হত পদক জয়ীদের ৷ সেরকম হলে অদিতি অশোকের রুপো জয় নিশ্চিত ছিল ৷ শনিবার ভোরে অবশ্য খেলায় বাধা সৃষ্টি করেনি টোকিয়োর আবহাওয়া ৷ ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয় যথাসময়েই ৷