পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : ঘুরে দাঁড়ালেন মনপ্রীতরা, স্পেনকে 3-0 গোলে দুরমুশ ভারতের

ম্যাচের প্রথম কোয়ার্টারেই 2 গোলে এগিয়ে যায় ভারত ৷ এই জয়ে গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে উঠল মনপ্রীত সিং বাহিনী ৷

Tokyo Olympics
Tokyo Olympics

By

Published : Jul 27, 2021, 8:13 AM IST

Updated : Jul 27, 2021, 8:59 AM IST

টোকিয়ো, 27 জুলাই : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7-1 গোলে হারের পর অলিম্পিকসে ঘুরে দাঁড়াল ভারতীয় পুরুষ হকি দল ৷ আগের ম্যাচের ব্যর্থতা ভুলে আজ প্রতিপক্ষ স্পেনকে 3-0 গোলে দুরমুশ করল মনপ্রীত অ্যান্ড কোং ৷ ভারতের হয়ে একটি গোল করেন সিমরনজিৎ সিং ৷ জোড়া গোল রুপিন্দর পাল সিংয়ের ৷

আজ ম্যাচের প্রথম কোয়ার্টারেই 2 গোলে এগিয়ে যায় ভারত ৷ প্রথম 18 মিনিটে গোল করেন সিমরনজিৎ সিং ৷ মিনিটখানেকের মধ্যে পেনাল্টি স্ট্রোক থেকে দ্বিতীয় গোলটি করেন রুপিন্দর পাল সিং ৷ দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে ব্য়বধান বাড়াতে না পারলেও গোল হতে দেয়নি ভারত ৷ চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করার সুযোগ ছাড়েননি রুপিন্দর ৷

ম্যাচের 51 মিনিটে দলের হয়ে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন রুপিন্দর ৷ এখান থেকে আর স্পেনের ফেরার জায়গা ছিল না ৷ তৃতীয় কোয়ার্টারে স্পেনের গোল করার নিশ্চিত সুযোগ থাকলেও বাঁশি বেজে ওঠায় তা বাতিল হয় ৷ উল্টে ভারত ব্যবধান বাড়িয়ে নেয় ৷

আরও পড়ুন : Tokyo Olympics : হল না লক্ষ্যভেদ, পদকের লড়াই থেকে বাইরে মনু-সৌরভ জুটি

পুল এ-র প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে শুরু করেছিল অলিম্পিকসের সূচনা করেছিল ভারত ৷ দ্বিতীয় ম্যাচে 7-1 গোলে বিধ্বস্ত হতে হয় অস্ট্রেলিয়ার কাছে ৷ পদকের লড়াইয়ে এগোতে হলে ভারতকে ঘুরে দাঁড়াতেই হত ৷ গত ম্যাচের হার ভুলে তৃতীয় ম্যাচে স্পেনকে 3-0 গোলে হারাল ভারত ৷ এই জয়ে গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে উঠল মনপ্রীত সিং বাহিনী ৷ তিনটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট 6 ৷ গ্রুপের প্রথম চারটি দল কোয়ার্টার ফাইনালের স্থান করে নেবে ৷

Last Updated : Jul 27, 2021, 8:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details